বিল মুরে অভিনীত আশির দশকের বিখ্যাত মুভি সিরিজ ঘোস্টবাস্টার্স। যেখানে বিল মুরে তার দলবল নিয়ে ভূত ধরে বেড়াতেন। ঘোস্টবাস্টার্স সিরিজের প্রথম দুটি সিনেমা প্রযোজনা করেছিল কলম্বিয়া পিকচার্স। প্রথম ও দ্বিতীয় পর্ব ঘোস্টবাস্টার্স এবং ঘোস্টবাস্টার্স টু যথাক্রমে মুক্তি পায় ১৯৮৪ এবং ১৯৮৯ সালে।
তৃতীয় সিনেমাটি প্রযোজনা করেছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। অবশ্য পরিবেশক সেই কলম্বিয়া পিকচার্স-ই। সবশেষ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রগুলোর চারজনের ঘোস্টবাস্টার্স দলের সবাই ছিলেন নারী।
পর্দায় এসেছে প্রতীক্ষিত সিনেমা ঘোস্টবাস্টার্স: আফটারলাইফ। শুক্রবার আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি মুক্তি পেয়েছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।
এবারের সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন অবিবাহিত মা এবং তার দুটি বাচ্চাকে কেন্দ্র করে।
জেসন রেইটম্যান পরিচালিত এই সিনেমাটির প্রথম ও দ্বিতীয় পর্বে মুরে, ড্যান আইক্রয়েড ও হ্যারল্ড রামিসকে ভূত শিকার করে এমন প্যারাসাইকোলজি অধ্যাপক হিসাবে দেখানো হয়েছিল।
সিগর্নি উইভারসহ মারে এবং আইক্রয়েড নতুন এই সিক্যুয়েলটিতেও অভিনয় করেছেন। এছাড়া ফিরে আসা অভিনেতার মাঝে আরও রয়েছেন অ্যানি পটস ও এরনি হাডসন। পাশাপাশি সিনেমাটিতে নতুন যুক্ত হয়েছেন অভিনেতা পল রুড, ক্যারি কুন, ফিন উলফহার্ড ও ম্যাককেনা গ্রেস।