বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশি সিনেমার ‘টাইমস স্কয়ার’ অভিষেক শুক্রবার

  •    
  • ১৮ নভেম্বর, ২০২১ ১৭:২৬

সিনেমাটির বিশ্ব পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘আমেরিকা ও কানাডায় একযোগে ১৬টি মাল্টিপ্লেক্সে বাংলাদেশি সিনেমার মুক্তি পাওয়া একটি অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এ ধরনের ঘটনা এটিই প্রথম, রেকর্ড তো অবশ্যই। এমন ঘটনা যে ঘটতে পারে কিছুদিন আগে সেটি ভাবাও যায়নি।’

যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ১৬টি মূলধারার মাল্টিপ্লেক্সে ১৯ নভেম্বর একযোগে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমা ঊনপঞ্চাশ বাতাস। এর মধ্যে টাইমস স্কয়ারের ফ্ল্যাগশিপ থিয়েটার Regal E-Walk 4DX & RPX রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর কর্ণধার মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

তিনি বলেন, ‘আমেরিকা ও কানাডায় একযোগে ১৬টি মাল্টিপ্লেক্সে বাংলাদেশি সিনেমার মুক্তি পাওয়া একটি অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এ ধরনের ঘটনা এটিই প্রথম, রেকর্ড তো অবশ্যই। এমন ঘটনা যে ঘটতে পারে কিছুদিন আগে সেটি ভাবাও যায়নি।’

টাইমস স্কয়ার ছাড়াও নিউইয়র্কের আরও তিনটি থিয়েটারে মুক্তি পাচ্ছে ঊনপঞ্চাশ বাতাস। এটিও একটি রেকর্ড। থিয়েটারগুলো হলো অ্যাস্টোরিয়ার Regal UA Kaufman Astoria & RPX, জ্যামাইকার Jamaica Multiplex Cinemas এবং বেলমোরের Bellmore Playhouse। এছাড়া লস এঞ্জেলেস, ইউনিয়ন সিটি (বে এরিয়া), ডালাস, প্ল্যানো, অস্টিন, হিউস্টন, ওয়েস্ট পাম বিচ, নর্থ মিয়ামি, ফেয়ারফেক্স, হ্যানোভার এর একটি করে ‘সিনেমার্ক’ থিয়েটার এবং কানাডার টরন্টো ও উইনিপেগ শহরের একটি করে ‘সিনেপ্লেক্স’ থিয়েটারে মুক্তি পাচ্ছে ঊনপঞ্চাশ বাতাস।

উত্তর আমেরিকায় এমন রেকর্ড মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, ‘আমরা একটি ভালো চলচ্চিত্র বানানোর চেষ্টা করেছি। স্বপ্ন স্কেয়ারক্রো সেটিকে উত্তর আমেরিকা তথা পৃথিবীর সেরা সব থিয়েটারে অনেক বড় পরিসরে মুক্তি দিচ্ছে। এবার দর্শকদের পালা। তারা যদি দলে দলে থিয়েটারে যান তাহলে বিশ্ববাজারে বাংলাদেশি সিনেমার অগ্রযাত্রা সময়ের ব্যাপার মাত্র।’

ছবিতে রোমান্টিক জুটি হিসেবে অভিনয় করা ইমতিয়াজ বর্ষণ এবং শার্লিন ফারজানাও বিশ্ববাজারে এমন বিশাল মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘বাংলাদেশের দর্শকের ভালোবাসা পেয়েছি। এবার আপনাদের ভালোবাসা চাই। আপনারা যারা ঊনপঞ্চাশ বাতাস দেখবেন তাদের জানাই অফুরান ভালোবাসা।’

শার্লিন বলেন, ‘আমি নিশ্চিত উত্তর আমেরিকার দর্শকেরা কাঁদবেন, ভাববেন নীরা আর অয়নের জন্য। তাদের প্রেম ও পাগলামির জন্য।’

বিশ্ব পরিবেশক মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘আমাদের উদ্দেশ্য উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাওয়া বাংলাদেশের প্রতিটি চলচ্চিত্র নিয়মিত অন্তত ১ লাখ দর্শককে দেখানো। এজন্য এখানকার কমপক্ষে ১০০টি মাল্টিপ্লেক্সে আমাদের প্রতিটি সিনেমা মুক্তি দিতে হবে, যাতে সবাই তাদের পাশের থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখতে পারে।’

পত্রপত্রিকার সংবাদ, টিভি নিউজ, বিজ্ঞাপন ও নানা ধরনের প্রচারণায় উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সবার কৌতুহল কী আছে ঊনপঞ্চাশ বাতাস সিনেমাটিতে?

রেড অক্টোবর ফিল্মস প্রযোজিত চলচ্চিত্র ঊনপঞ্চাশ বাতাস স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় ১৫ নম্বর সিনেমা।

স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানালেন, ঊনপঞ্চাশ বাতাস এর পর ২০২২ সালে বাংলাদেশের সঙ্গে একইদিনে কানাডা ও আমেরিকায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় বড় সব সিনেমা।

এ বিভাগের আরো খবর