তার কণ্ঠে গান আগেও শোনা গেছে। সিঙ্গেলসও গেয়েছেন, সিনেমায়ও গেয়েছেন। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর অভিনীত নতুন সিনেমা মিশন এক্সট্রিম-এর জন্য গেয়েছেন নতুন ধরনের গান।
শুভর কণ্ঠে এবার শোনা যাবে র্যাপ গান। গানটি প্রকাশ পাচ্ছে ২০ নভেম্বর। ভক্ত-শ্রোতাদের গানটি শুনতে ও দেখতে অপেক্ষা করতে হবে আর দুই দিন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কইরা দেখা’ শিরোনামের গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত। কথা লিখেছেন ব্ল্যাক জ্যাং। এটি মূলত সিনেমাটির প্রচারমূলক গান হিসেবে ২০ নভেম্বর প্রকাশ পেতে যাচ্ছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে।
আরিফিন শুভ বলেন, ‘অ্যাকশনের সঙ্গে র্যাপের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যা আমাদের চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। অন্যদিকে দেশের র্যাপ লাভারের সংখ্যাও কম নয়। তাই তাদের কথা বিবেচনা করে আমরা প্রমোশনাল সং হিসেবে একটি র্যাপ উপহার দিচ্ছি। আশা করি সবারই এটা ভালো লাগবে।’
মিশন এক্সট্রিমর অন্যতম পরিচালক ফয়সাল আহমদ বলেন, ‘আমি নিশ্চিত এই গানের মাধ্যমে দর্শকরা সিনেমার সিকোয়েন্সের একটা দারুণ আমেজ অনুভব করবেন। একটি আন্তর্জাতিক মানের গান হিসেবে অনেকেই এটা নিয়ে গর্ব করতে পারবেন।’
প্রতীক্ষিত সিনেমা মিশন এক্সট্রিম আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।