কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী গাইলেন বাংলাদেশের নির্র্মিতব্য কাগজ সিনেমায়। এর নির্মাতা জুলফিকার জাহেদি। কলকাতার একটি স্টুডিওতে সম্প্রতি রেকর্ড হয়েছে গানটির।
‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ এমন কথায় কণ্ঠ দিয়েছেন সোমলতা। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার ও সংগীত আয়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
গানটি নিয়ে সোমলতা বলেন, ‘কাগজ সিনেমার গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই সিনেমায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের সিনেমায় গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
পরিচালক জুলফিকার জাহেদির সঙ্গে সোমলতা। ছবি: সংগৃহীত
জুলফিকার জাহেদি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সোমলতার সঙ্গে পরিচয়। তার গায়কীও বেশ ভালো। গানটি লেখার সময় সোমলতার কথা ভেবেই গানটি লিখেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবাই গানটি পছন্দ করবেন।’
এর আগে দেশের ঢাকা অ্যাটাক ও ঊনপঞ্চাশ বাতাস সিনেমাতেও শোনা গেছে সেমলতার কণ্ঠ। মুক্তি প্রতীক্ষিত সাইফুল ইসলাম মান্নুর পায়ের ছাপ সিনেমাতেও গেয়েছেন তিনি। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। আদি বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
কাগজ সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। আরও অভিনয় করছেন, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, মায়মুনা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ।