চঞ্চল চৌধুরী পর্দায় বহুরূপী। তার প্রমাণ তিনি দিয়েছেন বহুবার। নাটক, সিনেমা ও কনটেন্টে তার ভিন্ন ভিন্ন চরিত্র দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। সব রকম চরিত্রেই তিনি সাবলীল, বলেছেন দর্শকরা।
চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করেন তিনি। কিছুদিন আগে ন্যাড়া হয়েছিলেন এ অভিনেতা। জানা গিয়েছিল বলি নামের একটি ওয়েব কনটেন্টে অভিনয়ের জন্যই চুল ফেলে দিয়েছিলেন তিনি।
চঞ্চলের এমন প্রস্তুতির পর তাকে শেষ পর্যন্ত কেমন দেখতে লাগবে, তা নিয়ে আগ্রহ ছিল দর্শকদের। সে আশাটা মিটল কিছুটা।
হইচইয়ের ওয়েব সিরিজ বলি র টিজার প্রকাশ পেয়েছে। সেখানে ছোট চুল ও ছোট ডান চোখ নিয়ে নতুন রূপে হাজির হয়েছেন চঞ্চল।
তার কণ্ঠে শোনা যায়, ‘এই প্রান্তরের দখল যার হাতে, তারই কেল্লা-ফতে!’
হইচইয়ের জনপ্রিয় সিরিজ তাকদীরের কথা মনে থাকবে অনেকের। যেখানে চঞ্চল চৌধুরী তাকদীর চরিত্রে আর মন্টু চরিত্রে অভিনয় করেন সোহেল মন্ডল।
জনপ্রিয় এ চরিত্র দুটি আবারও ফিরছে বলির মাধ্যমে। তবে তাকদীরের মতো তাদের পাশাপাশি নয়, দেখা যাবে মুখোমুখি। সিরিজে আরও আছেন ইরেশ যাকের, সাফা কবির, সোহানা সাবা ও সালাউদ্দিন লাভলু।
শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিরিজটি দেখা যাবে ডিসেম্বরে। তবে মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি। ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ থেকে ৫টি অরিজিনাল নির্মাণের ঘোষণা দেয়। তার মধ্যে বলি একটি।
সিরিজটি সম্পর্কে বলা হয়, সোহরাব-রুস্তম নাম দুটির সঙ্গে বাঙালির আবেগ জড়ানো। প্রাচীন এক লোককাহিনির ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাকশন/থ্রিলার বলি।