বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুখোমুখি চঞ্চল-সোহেল, আসছেন ডিসেম্বরে

  •    
  • ১৩ নভেম্বর, ২০২১ ১৬:০৯

পোস্টারে চঞ্চল ও সোহেলের অর্ধেক অর্ধেক মুখ রয়েছ কেন্দ্র বিন্দুতে। আবার তার নিচিই দেখা যাচ্ছে, দুজন দুজনের দিকে বন্দুক তাক করে রেখেছে।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর জনপ্রিয় সিরিজ তকদীরের কথা মনে থাকবে অনেকের। যেখানে চঞ্চল চৌধুরী তাকদীর চরিত্রে আর মন্টু চরিত্রে অভিনয় করেন সোহেল মন্ডল।

মন্টু ছিল তাকদীরের ছায়াসঙ্গী। সব বিপদে মন্টুকেই খুঁজতেন তাকদীর। আর মন্টু তাকদীরকে ডাকত ভাইসা বলে।

জনপ্রিয় এ চরিত্র দুটি আবারও ফিরছে। তাও আবার সেই একই প্ল্যাটফর্মে। বলি নামের সিরিজে তাদের একসঙ্গে দেখা যাবে। সম্প্রতি হইচই তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে সিরিজটির অফিসিয়াল পোস্টার।

পোস্টারে চঞ্চল ও সোহেলের অর্ধেক অর্ধেক মুখ রয়েছ কেন্দ্র বিন্দুতে। আবার তার নিচিই দেখা যাচ্ছে, দুজন দুজনের দিকে বন্দুক তাক করে রেখেছে।

পোস্টার দেখে বোঝা যাচ্ছে সিরিজে আরও আছেন ইরেশ যাকের, সাফা কবির, সোহানা সাবা ও সালাউদ্দিন লাভলু।

ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে জানানো হয়েছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিরিজটি প্রিমিয়ার হবে অর্থাৎ দেখা যাবে ডিসেম্বরে। তবে মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের পঞ্চম বর্ষ পুর্তি উপলক্ষে বাংলাদেশ থেকে ৫টি অরিজিনাল নির্মাণের ঘোষণা দেয়। তার মধ্যে বলি একটি।

সিরিজটি সম্পর্কে বলা হয়, সোহরাব-রুস্তম নাম দুটির সঙ্গে বাঙালির আবেগ জড়ানো। প্রাচীন এক লোককাহিনির ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাকশন/থ্রিলার বলি।

এ বিভাগের আরো খবর