জীবনের আরও একটি বসন্তে পা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা। বরাবরের মতোই এ বছরও জন্মদিনে প্রিয় মানুষদের শুভেচ্ছা আর ভালোবাসা সিক্ত হচ্ছেন অভিনেত্রী, তবে এবারের জন্মদিনে ব্যতিক্রম একটি ঘটনা ঘটেছে। বিশেষ দিনটিতে চাঁদে জমি উপহার পেয়েছেন নায়িকা।
জন্মদিন নিয়ে নিউজবাংলার সঙ্গে কথা হয় মিমের।
জন্মদিন কেমন কাটছে?
ভালো যাচ্ছে, সবাই উইশ করছে, ভালো লাগছে।
ছোটবেলা থেকে এ পর্যন্ত জন্মদিনে পাওয়া একটা উপহারের কথা বলেন, যেটা আজও আপনার কাছে স্মরণীয়?
তিন-চার বছর আগে জন্মদিনে বাবা আমাকে একটি গাড়ি দিয়েছিল। ওটা আমার কাছে অন্যরকম প্রিয় ছিল।
আর এবার জন্মদিনে যদি বলি, আমার ছোট বোন আমাকে যে গিফট করবে সেই চিন্তাই করিনি। ওর গিফটটা খুবই সুইটেড। সে আমার জন্য চাঁদে জমি কিনে আমাকে গিফট করেছে। আমার নামেই কিনেছে। রাত ১২টার সময় সেই কাগজ আমাকে দিয়েছে।
ও ছোট মানুষ। ও যে এইটা করেছে, ওর মাথায় আসছে, কোথায় থেকে যে ওর মাথায় এই জিনিসটা আসল! এইটা আমার কাছে খুবই স্পেশাল।
সারা দিনের আর প্ল্যান কী?
পরিবারের সঙ্গেই আছি। সেলিব্রেট করছি।