সম্প্রতি মুক্তি পেয়েছে ওটিটি ফিল্ম খাঁচার ভেতর অচিন পাখি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে এটি। তারপরও কনটেন্টটি প্রেক্ষাগৃহের পর্দায় দেখানো হলো সোমবার রাতে।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ওটিটি কনটেন্টটির বিশেষ প্রদর্শনী হয়। এতে সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে পরিচালক রায়হান রাফি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আমি সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। আরেকটি ‘দহন’ বা ‘পোড়ামন ২’ সিনেমা বানাতে চাইনি আমি।”
ওটিটিতে মুক্তির পর হঠাৎ করে প্রেক্ষাগৃহে খাঁচার ভেতর অচিন পাখি প্রদর্শনের কারণ জানতে চাইলে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এটার বিশেষ কোনো কারণ নেই। আমরা কনটেন্ট বানাচ্ছি। অনেক পরিচালক কাজ করছেন, শিল্পীরা কাজ করছেন, কিন্তু একসঙ্গে বসে কোনো কিছু দেখতে পারছি না। এ কারণেই বিশেষ এ আয়োজন।’
কনটেন্টে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তমা মীর্জা। তিনি বলেন, ‘বাবু ভাই (ফজলুর রহমান বাবু) ছাড়া আমার এ কাজ সম্ভব ছিল না।
‘তিনি খুব সাহায্য করেছেন। আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। কনটেন্টটি দেখলেই আপনারা সবাই বিষয়টি বুঝতে পারবেন।’
তমা আরও বলেন, ‘এই চরিত্রের জন্য আমার দুই বছর অপেক্ষা করতে হয়েছে। জানি না ভালো চরিত্রের জন্য এরপর আরও কতদিন অপেক্ষা করতে হবে।’
আয়োজনে আরও জানানো হয়, কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী ১৫ নভেম্বরে তার অভিনীত একটি অপ্রকাশিত কাজ মুক্তি পেতে যাচ্ছে চরকিতে।