গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে বলিউড তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা সূর্যবংশী।
বক্স অফিস কাঁপিয়ে প্রথম দিনেই ২৬ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।
শুধু তাই নয়, মুক্তির দিনেই সিনেমাটি নিয়ে দর্শকদের এতটাই আগ্রহ দেখা গেছে যে, সারা রাত প্রদর্শনী করতে হয়েছে প্রেক্ষাগৃহে। এমন ঘটনা ঘটেছে মুম্বাইয়ের বোরিভালি এলাকায় এক প্রেক্ষাগৃহে।
তবে এসবের বাইরে একদমই ভিন্ন চিত্র দেখা গেছে ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর এলাকায়।
সেখানে অক্ষয়ের সূর্যবংশীর প্রদর্শনী বন্ধ করে দিয়েছেন কৃষকরা। ছিঁড়ে ফেলেছেন সিনেমার পোস্টার। পাঞ্জাবের ‘ভারতী কিষান ইউনিয়ন’ সেখানে সিনেমা বন্ধের দাবিতে দীর্ঘ এক মিছিলও করেছে।
সূর্যবংশী নিয়ে তাদের আপত্তি কোথায়? জানা গেছে, সিনেমাটি নয়, তাদের আপত্তি আসলে অক্ষয়কে নিয়ে।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, তাদের কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন কৃষি আইন নিয়ে গত বছর নভেম্বর থেকে দীর্ঘদিন দিল্লির রাজপথে আন্দোলন করেছিলেন কৃষকরা।
যে দৃশ্য দেখে সরব হয়েছিলেন আন্তর্জাতিক মহলও। সে সময় কৃষকদের সমর্থনে টুইট করেছিলেন বলিউডসহ আন্তর্জাতিক অনেক তারকাই। তবে সেই দাবির পক্ষে কোনো কথা বলেননি অক্ষয়। তাই অক্ষয়ের ওপর এই ক্ষোভ কৃষকদের।
আর সেই পরিপ্রেক্ষিতেই তার সিনেমা নিয়ে তাদের আপত্তি। সেই সঙ্গে কৃষকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, যতদিন না অক্ষয় কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেন, ততদিন তার কোনো সিনেমা স্থানীয় সিনেমা হলে তারা চালাতে দেবেন না। তবে এ খবরে এখনও মুখ খোলেননি অক্ষয়।
এদিকে বক্সঅফিসইন্ডিয়া ডটকমের বরাত দিয়ে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে দ্বিতীয় দিনেও ২৪ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করেছে সূর্যবংশী।
অক্ষয়-ক্যাটরিনা বাদেও এতে দুটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও রণবীর সিং।