বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হলুদ শাড়ি ছাড়া ‘টিপ টিপ বারসা পানি’ গান হয়!

  •    
  • ৭ নভেম্বর, ২০২১ ০৮:১৮

গানের অভিনেত্রী রাভিনা ট্যানডন। বৃষ্টিতে ভেজা হলুদ শাড়িতে তার আবেদনময়ী নৃত্য সেই সময়ের যুবক-যুবতীর শরীরে আগুন ধরানোর মতোই। আর কিশোর-কিশোরীরা চুপ করে গানটি দেখতেন ও শুনতেন।

নানা রকম স্মৃতি নিয়ে ‘টিপ টিপ বারসা পানি’ গানটি গেঁথে আছে নব্বই দশকের দর্শক-শ্রোতাদের মনে। গানটি বলিউডের হলেও এর জনপ্রিয়তা এতই ছিল যে, এ দেশের শ্রোতাদেরও উদ্বেলিত করেছে গানটি।

গানের অভিনেত্রী রাভিনা ট্যানডন। বৃষ্টিতে ভেজা হলুদ শাড়িতে তার আবেদনময়ী নৃত্য সেই সময়ের যুবক-যুবতীর শরীরে আগুন ধরানোর মতোই। আর কিশোর-কিশোরীরা চুপ করে গানটি দেখতেন ও শুনতেন।

‘টিপ টিপ বারসা পানি’ গানটি ছিল বলিউডের মহরা সিনেমায়। ১৯৯৪ সালে মুক্তি পায় সিনেমাটি। গানটিতে কণ্ঠ দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ।

আনন্দ বকশির কথায় গানটিতে সুর দেন শাহ।

২৭ বছর পর গানটি এসেছে নতুন আয়োজনে, নতুন দৃশ্যায়নে। নতুন প্রজন্মের তুমুল জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গানটিতে তার আবেদন ছড়িয়েছেন।

রোহিত শেট্টি পরিচালিত সূর্যবংশীয় সিনেমায় নতুনভাবে ব্যবহার করা হয়েছে গানটি। সিনেমাটি মুক্তি পেয়েছে ৫ নভেম্বর। গানটির সব ঠিক রাখা হয়েছে, নতুন করে শুধু ব্যবহার করা হয়েছে তানিস্ক বাগচির সংগীতায়োজন।

তবে এবার আর হলুদ শাড়ি নয়, ক্যাটরিনাকে পরানো হয়েছে রুপালি রঙের শাড়ি।

দুই গানেই অভিনেতা হিসেবে আছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। ২৭ বছর আগের সেই তারুণ্য না থাকলেও কম যাননি অক্ষয়। পরিচিত হাসি আর শারীরিক ভঙ্গিতে নতুনভাবেই হাজির হয়েছেন নতুন ভিডিওতে।

শ্রোতা-দর্শকের কাছে কেমন লেগেছে নতুন গানটি? টি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া গানটির মন্তব্যের ঘরে নিজেদের মতামত প্রকাশ করেছেন শ্রোতা-দর্শক।

অধিকাংশ শ্রোতা-দর্শকই নতুন গানে পুরোনো গানের কণ্ঠশিল্পীদের রাখার জন্য সাধুবাদ জানিয়েছেন। গানটির প্রশংসা করেছেন সবাই। তবে কিছু মানুষ ক্যাটরিনাকে সাধুবাদ জানালেও অধিকাংশই রাভিনাকে এগিয়ে রেখেছেন গানটির জন্য।

এক শ্রোতা-দর্শক লিখেছেন, ‘টিপ টিপ বারসা পানি' গানটি মানেই আমার কাছে হলুদ শাড়ি। হলুদ শাড়ি ছাড়া কি টিপ টিপ বারসা পানি গানটি হতে পারে?’

যে যেভাবেই বলুক ২৭ বছর আগের গানটি নতুন করে প্রকাশ পাওয়ায় সবাই গানটি শুনছেন ও দেখছেন। যার প্রমাণ ৯ ঘণ্টাতেই গানটি দেখেছেন ৯০ লাখ শ্রোতা-দর্শক।

এ বিভাগের আরো খবর