গত মাসে শুরুতেই ভারতের দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্যের সঙ্গে বিয়েবিচ্ছেদ করেছেন দ্য ফ্যামিলি ম্যান-টু খ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
এর পর থেকেই তাকে ঘিরে নানা গুঞ্জন শুরু হয়। আঙুল ওঠে সামান্থার চরিত্রের ওপর। অভিনেত্রী নাকি অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনকি গর্ভপাত করিয়েছেন বলেও গুজব রটে।
এসব গুজবের বেশির ভাগই রটে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। তা নিয়ে নানা কটাক্ষের মুখেও পড়তে হয় অভিনেত্রীকে।
এসব গুজব-কটাক্ষ থেকে নিজেকে দূরে রাখতেই কি টুইটারে সক্রিয় নন অভিনেত্রী।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
বেশ কিছুদিন হলো টুইটারে কোনো পোস্ট নেই সামান্থার। সবশেষ গত ১১ অক্টোবর একটি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেন তিনি। এর আগে ৮ তারিখে এসব গুঞ্জনের বিরুদ্ধে একটি বার্তা পোস্ট করেন।
এর মাঝে টুইটারে আর কোনো পোস্ট করেননি অভিনেত্রী। অথচ এর আগে প্রায় নিয়মিতই টুইটারে পোস্ট থাকত অভিনেত্রীর।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে খুবই সক্রিয় অভিনেত্রী।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, টুইটারে যেহেতু অভিনেত্রী নিয়ে নানা গুজব ছড়ানো ও কটাক্ষ করা হচ্ছে, তাই হয়তো এসব থেকে নিজেকে দূরে রাখতে কিছুদিন টুইটারে সক্রিয় থাকবেন না সামান্থা।
সম্প্রতি এসব গুজব বন্ধে আইনি পথেও হাঁটতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। একাধিক ইউটিউব চ্যানেল ও একজন আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
এ নিয়ে সামান্থার সহকারী জানান, ইউটিউব চ্যানেলগুলো অভিনেত্রীর নামে ভুয়া খবর ছড়াচ্ছিল। জনপ্রিয়তা পাওয়ার লোভে ভুল তথ্য দিয়ে ভিডিও তৈরি করা হয়েছিল।