বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথমবার অস্কারের সাধারণ শাখায় দেশের ‘দ্য গ্রেভ’

  •    
  • ৫ নভেম্বর, ২০২১ ১৪:৩৭

গাজী রাকায়েত বলেন, ‘এখন যেটা হবে সেটা হলো শর্টলিস্ট। শর্টলিস্টের পর হবে ভোটিং। এরপর সিনেমাটি যদি কোয়ালিফাই করে, তাহলে দ্য গ্রেভ  সেরা সিনেমাসহ অস্কারের বাকি শাখাতেও মনোনয়ন পেতে পারে।’

অস্কারের সাধারণ শাখায় প্রতিযোগিতা করতে উত্তীর্ণ হয়েছে গাজী রাকায়েত পরিচালিত সিনেমা দ্য গ্রেভ। অর্থাৎ সিনেমাটি অস্কারের সাধারণ শাখায় জমা দিতে যে ধরনের যোগ্যতা প্রয়োজন হয় তা পূরণ করেছে এবং ৯৪তম অস্কারের সাধারণ শাখায় জমা পড়েছে।

এমন ঘটনা দেশের ইতিহাসে প্রথম। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন গাজী রাকায়েত। তিনি বলেন, ‘অস্কারের সাধারণ শাখায় সিনেমা জমা দিতে গেলে আমেরিকায় সিনেমাটি বাণিজ্যিকভাবে এক সপ্তাহ প্রদর্শিত হওয়া এবং কিছু টেকনিক্যাল কোয়ালিটি লাগে। আমার সিনেমাটি সেগুলো পূরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘এখন যেটা হবে সেটা হলো শর্টলিস্ট। শর্টলিস্টের পর হবে ভোটিং। এরপর সিনেমাটি যদি কোয়ালিফাই করে, তাহলে দ্য গ্রেভ সেরা সিনেমাসহ অস্কারের বাকি শাখাতেও মনোনয়ন পেতে পারে।’

রাকায়েত জানান, শর্টলিস্টের খবর ফেব্রুয়ারির আগে জানা যাবে না।

দ্য গ্রেভ সিনেমার বাংলা নাম গোর। ইংরেজি ভাষায় নির্মিত দেশের প্রথম সিনেমা এটি। গত বছরের ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পায় চট্টগ্রামে। চলতি বছরের ১ জানুয়ারি সিনেমাটি প্রদর্শিত হয় রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে।

সরকারি অনুদান পাওয়া সিনেমাটি দেশের প্রথম বাইল্যাঙ্গুয়াল সিনেমা। পরিচালনা ছাড়াও সিনেমার চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন গাজী রাকায়েত। এতে অভিনয়ও করেছেন তিনি।

৯৪তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে রেহানা মরিয়ম নূর। এ সিনেমাটিকেও অপেক্ষা করতে হবে শর্টলিস্টের জন্য। একাধিকবার শর্টলিস্ট হওয়ার পরও যদি সিনেমাটি উত্তীর্ণ হয়, তবেই রেহানা মরিয়ম নূর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পাবে মনোনয়ন।

অস্কারে দেশের দুটি সিনেমা একসঙ্গে যাওয়ার ঘটনাও এবারই প্রথম।

এ বিভাগের আরো খবর