বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাবুকে বাঁধনের শুভেচ্ছা, কারণ তারা সহশিল্পী

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ১৬:১৩

টাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাঁধন লেখেন, ‘আপনার মতো অসাধারণ একজন মানুষকে জানতে পারাটা আসলেই দারুণ বিষয়। স্ক্রিনে দুর্দান্ত সব পারফরম্যান্স দেয়ার পাশাপাশি আপনি ব্যক্তিগত জীবনে যেমন, সেজন্য আমি আপনাকে সাধুবাদ জানাই। অনেক ভালোবাসা।’

বলিউড তারকাদের জন্মদিনে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের শুভেচ্ছা জানানোর দৃশ্য খুব একটা চোখে পড়ে না। সেটা হয়ত যৌথভাবে কাজ না করা বা ব্যাক্তিগত সম্পর্ক তৈরি না হওয়ার কারণে।

তবে এবার ভিন্ন একটি দৃশ্য দেখা গেল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ফেসবুক টাইম লাইনে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী টাবুর সঙ্গে ৩ টি ছবি পোস্ট করেছেন বাঁধন।

ছবিগুলো পোস্ট করার উদ্দেশ্য টাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো। কারণ বাঁধন ও টাবু এখন সহশিল্পী।

বলিউডের নামকরা পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমা খুফিয়ায় অভিনয় করছেন বাঁধন। এ খবর আর নতুন নয়।

এই সিনেমায় টাবুর সঙ্গে শুধু ক্রিন শেয়ারই নয়, গণমাধ্যমে বাঁধনের বক্তব্য অনুযায়ী এতে তার প্রায় সব দৃশ্যই টাবুর সঙ্গে।

এ সিনেমায় কাজ করতে গিয়ে টাবুর সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্কও বেশ গড়িয়েছে তা বোঝা যায় বাঁধনের সেই পোস্ট থেকেই।

তাইতো সহ-অভিনেত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাঁধন।

সেই ছবিগুলোর ক্যাপশনে বাঁধন লেখেন, ‘শুভ জন্মদিন, প্রিয় টাবু জি। আপনার সঙ্গে কাজ করার পরপরই আপনার প্রেমে পড়ে গিয়েছি। পৃথিবীর অন্যতম সেরা অভিনেতার সঙ্গে একসঙ্গে স্ক্রিনে থাকতে পারাটা আমার জন্য দারুণ সম্মানের। আপনি এত মিষ্টি করে আমার সঙ্গে যে মধুর ব্যবহার করেছেন তাতে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম।

‘আপনার মতো অসাধারণ একজন মানুষকে জানতে পারাটা আসলেই দারুণ বিষয়। স্ক্রিনে দুর্দান্ত সব পারফরম্যান্স দেয়ার পাশাপাশি আপনি ব্যক্তিগত জীবনে যেমন, সেজন্য আমি আপনাকে সাধুবাদ জানাই। অনেক ভালোবাসা।’

খুফিয়া সিনেমাটি নির্মিতি হচ্ছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই কাজ করছেন বাঁধন।

থ্রিলার ঘরানার এ সিনেমায় আরও অভিনয় করছেন, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বিসহ অনেকে।

এ বিভাগের আরো খবর