বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘হাবিবি আমার সবচেয়ে বিলাসবহুল গান’

  •    
  • ১ নভেম্বর, ২০২১ ১৬:৫১

‘এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। গানটা আইটেম সং ঢঙে সুর করা হয়েছে। আমরা মুম্বাই একটা মহলে শুটিং করেছি। আমি বলব যে এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনো রকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।’

সম্প্রতি নুসরাত ফারিয়ার বড় বোন মারিয়া মৃত্তিক ও তার স্বামী মিলে বনানীতে চালু করেছেন একটি ব্রাইডাল রাউঞ্জ। নতুন আউটলেটটি উদ্বোধন করতে গিয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং আফরান নিশো।

আয়োজনের এক ফাঁকে নুসরাত ফারিয়া কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সেখানে তার নতুন গান হাবিবিসহ সিনেমার নানা বিষয় উঠে এসেছে।

বোন-দুলাভাইয়ের এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগে?

এটা ওনার আমার বোন ও দুলাভাইয়ের। ২০১৩ সালে খুব ছোট ২০০ স্কয়ারফিটের দোকান থেকে শুরু করেছিল ওরা। আজ বনানীর মতো এত এক্সপেনসিভ জায়গায় এত বড় শোরুম নিয়ে ওরা নতুন যাত্রা করেছে। ওদের প্রতি সব সময় আমার শুভকামনা ও ভালোবাসা। তারা শুধু আমার পরিবারের সদস্যই না, তারা আমার জীবনের অংশ।

আমি খুবই খুশি। চমৎকার একটা আয়োজন। বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ভাব আছে। আমাকেও বউয়ের মতো সাজিয়ে নিয়ে এসেছে।

ফারিয়া সত্যি সত্যি বউ সাজবে কবে?

আমি বিয়ে করছি না আপাতত। দ্যাট ইজ ক্লিয়ার। কারণ হচ্ছে গিয়ে আমার এই মুহূর্তে বিয়ের কোনো প্ল্যান নেই। এই মুহূর্তে আমার হাতে প্রচুর কাজ। কোভিডের কারণে দুই বছর কোনো কাজ করতে পারিনি। অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। বিয়ে করতে গেলেও ৬-৭ মাস সময় লাগবে, সেই সময়টা আমার কাছে নাই।

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

হাবিবি গান নিয়ে জানতে চাই

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর সঙ্গে এটি আমার হ্যাটট্রিক। তিন নম্বর গান হতে যাচ্ছে এবং হাবিবি গানটা আসলেই চমৎকার একটা গান। আমি উদগ্রীব হয়ে আছি গানটি দেখানোর জন্য।

এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান। গানটা আইটেম সং ঢঙে সুর করা হয়েছে। আমরা মুম্বাই একটা মহলে শুটিং করেছি। আমি বলব যে এটা আমার সবচেয়ে বিলাসবহুল একটা মিউজিক ভিডিও। কোনো রকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে করার চেষ্টা করেছি।

শুটিংয়ের অভিজ্ঞতা কেমন?

মুম্বাইতে আমরা শুট করেছি ১৪ নভেম্বর এবং তার এক দিন পরে আমার পরীক্ষা ছিল।

শুটিং এক্সপেরিয়েন্স অ্যামেইজিং। পুরো কাজটা আসলে ট্রাই ন্যাশনাল। আমি গান করেছি বাংলাদেশি, মিউজিক কম্পোজিশন ও লেখা বাংলাদেশি, গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছে ভারতীয় টিম, গানটি প্রডিউস হয়েছে কলকাতা থেকে আর মিক্সিং-মাস্টারিং হয়েছে কানাডাতে।

আপনার আগের দুই গান থেকে এটি কেন আলাদা

আগের দুটি গান পপ জনরার কিন্তু হাবিবি গানটি অ্যারাবিক ফিউশন। একটা স্লো নাম্বার থেকে কীভাবে একটা গান ডান্স নাম্বারে কনভার্ট হয় সেই মজাটা হাবিবিতে পাওয়া যাবে।

আপনি তো ভালো নাচেনও। নাচের স্টাইলটা কেমন?

আসলে নাচটা তো ছোটবেলা থেকেই পারতাম এখন যত বড় হচ্ছি ততই নিজেকে ট্রেইন-আপ করার চেষ্টা করছি। মুভিজ ও গানের মধ্যে যেন ভালো করে নাচটা করতে পারি। কারণ যে জামানায় আছি সেখানে আমার গানটা ভালো না লাগলে ১ হাজারটা অপশন আছে।

এর আগেও কিছু সাক্ষাৎকারে বলেছি যে, হয়তো আমার একটা গান এলো, তার নিচেই বিয়ন্সের গান বা ক্যাটরিনা কাইফের গান এলো, তখন তুলনাটা অনেক বেশি হয়ে যায়। কারণ ইউটিউব একটা গ্লোবাল প্ল্যাটফর্ম এখন, তাই চেষ্টা থাকে নিজের বেস্ট দেয়ার।

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর শুটিং শুরু হওয়ার কথা চলছে। কবে অংশ নেবেন?

নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আশা করছি আমরা আবার বঙ্গবন্ধুর কাজ শুরু করব এবং এটা নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ যতটুকু শুটিং করেছি অনেক ভালো হয়েছে কাজ।

আশাবাদী হওয়ার কারণ কী?

কারণ আমি শেখ হাসিনা। এর চেয়ে বড় পাওয়া আর কিছু কি হতে পারে। যতদিন এই সিনেমাটা থাকবে, ততদিন আমাকে সবাই বলবেন যে নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্রটা করেছিলেন। এই সৌভাগ্যটা আমার আছে এবং এত বড় দায়িত্ব আমার ওপর, এ জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করছি।

এই চরিত্রে অভিনয় করার কিছু গল্প শুনতে চাই।

ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সবাই যখন কানের কাছে হাসিনা হাসিনা করে, এটার ফিলিংস আসলে অন্যরকম।

ফারিয়া নামটা ভুলেই গিয়েছিলাম। সবাই হাসিনাই ডাকত, হাসিনা কাম অন সেট, হাসিনা ইজ রেডি।

তখন মনে হতো যে, এই নামটা এত বেশি ভার, এই ক্যারেক্টারটা যখন রিলিজ হবে তখন কতখানি অদ্ভুত ব্যাপার হবে, আমি বলে বোঝাতে পারব না।

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

অপারেশন সুন্দরবন সিনেমাটি কবে মুক্তি পাবে?

সিনেমাটি পুরোপুরি রেডি। এখন প্রেক্ষাগৃহ খুলে গেছে। আশা করছি রিলিজ হয়ে যাবে। যেহেতু সিনেমাটির বাজেট বেশি তাই এটি হয়তো কোনো ঈদে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

বঙ্গবন্ধু সিনেমায় পর্দার বাবাকে নিয়ে কী বলবেন?

আমার পর্দার বাবা আমার অনেক যত্ন নেয়, অনস্ক্রিন এবং অফস্ক্রিন এবং পুরো সিনেমাটার সময় বাবা-মেয়ের যে কেমিস্ট্রি সেটা যেন খুব ভালো করে ফুটে ওঠে সেটার জন্য প্রচুর সহযোগিতা করেছে। এ ছাড়া তিশা আপু যিনি রেনু চরিত্রে অভিনয় করছেন, তার সঙ্গেও ভালো কাজ হয়েছে।

গুণিন সিনেমায় কাজ না করার বিষয়ে অনেক রকম কথা শোনা যায়।

আসলে গুণিন এখন শুট হচ্ছে। এ পুরো মাসটাই এখানে ছিলাম না, মুম্বাইতে ছিলাম। তো আমি কোনোভাবেই শুটিং ডেটস মেলাতে পারছিলাম না। আমার আফসোস যে গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে কাজ করার অনেক চেষ্টা করেও কাজ করতে পারলাম না। ইচ্ছা ছিল কাজটি করার কিন্তু প্রিভিয়াস কমিটমেন্টের কারণে অনেকবার ডেট চেঞ্জ করেও লাভ হলো না। আমি তাদের শুভকামনা জানাচ্ছি

আপনার অভিনয় ছেড়ে দেবার কথা শোনা যায়।

এটা একটা তাজা গুজব। কিছু অনলাইন পোর্টাল স্পন্সর করে এই নিউজগুলো প্রকাশ করেছে। হয়তো আপনারা আমাকে ভালোবাসেন আর না হয় একেবারেই ভালোবাসেন না।

আমি প্রতিনিয়ত কাজ করছি এবং কাজ না করার সংবাদটা কোথা থেকে আসে বা বের হয়েছে জানি না। আমার কাছ থেকে বের হয়নি, আমি তো কাজ করছি।

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করলেন কিন্তু কাঙ্ক্ষিত চরিত্র কোনটি?

কাঙ্ক্ষিত চরিত্র পাইপলাইনে। সাইন হয়ে যাক তারপরে বলব।

আপনার হাতে এখন কোন কোন সিনেমা।

মুক্তির অপেক্ষায় অপারেশন সুন্দরবন, ঢাকা ২০৪০, কলকাতায় বিবাহ অভিযান ২, দেশের পাতালঘর, সেটার শুটিং শেষ করে ফেলেছি।

কলকাতার অঙ্কুশের সঙ্গে নতুন একটা সিনেমার কথা চলছে। সেটা দেশের প্রোডাকশন এবং নির্মাণ করবেন তরুণ একজন নির্মাতা।

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ফ্যান ও হেটার্সদের জন্য কী বলবেন।

ফ্যানদের বলব, আপনাদের ভালোবাসি আর হেটার্সদের বলব, আপনারা হেট করেন বলে আপনাদের প্রতি হেট কমেন্টে আমি ১১ টাকা করে পাই। সো কিপ হেটিং মি মোর।

এ বিভাগের আরো খবর