বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সালমানকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন ক্যাটরিনা

  •    
  • ৩০ অক্টোবর, ২০২১ ২০:৩০

ক্যাটরিনার এই অভিযোগের একটুও বিরোধিতা করেননি সালমান। শুধু তা-ই নয়, অভিযোগ স্বীকার করে বলে ওঠেন, ‘কবুল হ্যায়’। সালমানকে নিয়ে এমন হাটে হাঁড়ি ভাঙার পরও থামেননি অভিনেত্রী। এরপর সালমানকে নির্দেশ দেন তার জন্য এক্ষুনি একটি গান গাইতে হবে তাকে।    

বিগ বসের ১৫তম সিজনের চলতি সপ্তাহের এপিসোডে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও রোহিত শেট্টিকে।

আসন্ন দীপাবলিতে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির পরিচালিত সিনেমা সূর্যবংশী। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা।

সেই সিনেমার প্রচারেই এই শোতে হাজির হয়েছিলেন তারা। বিগ বসের এই এপিসোডের একটি প্রোমোতে ভিডিওতে দেখা যাচ্ছে, সালমান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ক্যাটরিনা।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানের সঙ্গে একটি মজার খেলায় অংশ নেন ক্যাটরিনা; আর এতে বিচারকের ভূমিকা পালন করছেন রোহিত।

খেলার মাঝেই বিচারক রোহিতের দিকে তাকিয়ে সালমানকে নিয়ে ক্যাটরিনা অভিযোগ করেন, ‘ইনি শুটিংয়ে সব সময় দেরি করে সেটে আসেন।’

বিগ বসের চলতি সপ্তাহের এপিসোডে সালমানের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও রোহিত শেট্টিকে। ছবি: সংগৃহীত

এই অভিযোগের একটুও বিরোধিতা করেননি সালমান। শুধু তা-ই নয়, অভিযোগ স্বীকার করে বলে ওঠেন, ‘কবুল হ্যায়’।

সালমানকে নিয়ে এমন হাটে হাঁড়ি ভাঙার পরও থামেননি অভিনেত্রী। এরপর সালমানকে নির্দেশ দেন তার জন্য এক্ষুনি একটি গান গাইতে হবে তাকে।

তাতেও রাজি হয়ে যান সালমান। ততক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে ‘ও মেরে দিল কে চ্যায়েন’ গানটি গাইতে শুরু করেন তিনি। সেই সঙ্গে মজার ভঙ্গিমায় নাচতেও শুরু করেন।

যা দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি ক্যাটরিনা, হেসে কুটিকুটি অবস্থা তার।

এ বিভাগের আরো খবর