পাঁচতারা হোটেলে পরীমনির উচ্ছ্বসিত জন্মদিনের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল, ঠিক তখনই নিজের ফেসবুক পেজে সম্পূর্ণ আলাদা মেজাজের আরেকটি ভিডিও প্রকাশ করেছেন আলোচিত এই অভিনেত্রী।
জন্মদিনে ঢাকার অদূরে এক অনাথ শিশুদের সঙ্গে আনন্দমুখর সময় কাটিয়েছেন পরী। পরম মমতায় শিশুদের মুখে তুলে দিয়েছেন খাবার। কেটেছেন কেক, পরীর কাছ থেকে উপহারও পেয়েছে শিশুরা। শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেয়ার এই ভিডিও প্রশংসিত হচ্ছে সবার কাছে।
মঙ্গলবার রাতে ৪ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করেন পরীমনি। ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে বাজছিল, ‘তুমি নির্মল কর, মঙ্গল করে/মলিন মর্ম মুছায়ে’ রবীন্দ্র সংগীতটি।
ভিডিওর শুরুতে দেখা যায়, একটি সাদা প্রাইভেট কার থেকে অনাথ শিশুদের জন্য নামানো হচ্ছে উপহার ও খাবার। এরপর গ্রামের সরু পথ ধরে একটি অনাথ আশ্রমের দিকে হেঁটে যেতে দেখা যায় পরীমনিকে।
নিউজবাংলা খোঁজ নিয়ে জেনেছে, পরীমনি তার জন্মদিনের বড় একটি সময় যে অনাথ আশ্রমে কাটিয়েছেন সেটির অবস্থান গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দাহিন্দি গ্রামে।
সেখানে রোববার দুপুর আড়াইটার দিক থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত শিশুদের সান্নিধ্যে কাটান তিনি।
ভিডিওতে দেখা যায়, নিজ হাতে শিশুদের দুপুরের খাবার খাইয়ে দিচ্ছেন পরীমনি। নাম প্রকাশে অনিচ্ছুক পরীর এক সঙ্গী নিউজবাংলাকে জানান, দুপুরের খাবারে ছিল মাটন বিরিয়ানি, চিকেন, ডিমের কোর্মা।
অনাথ আশ্রমে শিশুদের নিজ হাতে খাইয়ে দেন পরীমনি। ছবি: সংগৃহীত
খাওয়ার পর্ব সেরে বাচ্চাদের সঙ্গে কেক কাটেন অভিনেত্রী। এর আগে সব শিশুর মাথায় নিজে হাতে পরিয়ে দেন জন্মদিনের ক্যাপ। কেক কাটার সময় হাততালি আর গানে গানে শিশুরা শুভেচ্ছা জানায় পরীমনিকে।
ফিরে আসার আগে শিশুদের উপহারও দিয়েছেন পরীমনি। কী ছিল সেই উপহার, জানতে চাইলে পরীর ওই সঙ্গী নিউজবাংলাকে বলেন, ‘বই, ফাইল, জ্যামিতি বক্স, কালার পেন্সিল ছিল উপহারে।’
আশ্রম ভবনে পরীমনির জন্য নাচগানেও অংশ নেয় শিশুরা। উচ্ছ্বসিত অভিনেত্রীও যোগ দেন তাদের সঙ্গে।
অনাথ আশ্রমটি পরিচালনা করে লিভ ফর লাইফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এর কর্ণধার প্রভুদান হালদার নিউজবাংলাকে বলেন, ‘পরীমনি এখানে আসবে আমরা জানতাম না। ২২ তারিখে তামিম নামে একজন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনিই বলেন আপনাদের ওখানে আমরা একটা জন্মদিনের অনুষ্ঠান করতে চাই। আমরা হ্যাঁ বলে দেই, কারণ আমাদের এখানে অনেকেই আসেন প্রোগ্রাম করেন, শিশুদের সঙ্গে সময় কাটিয়ে যান। পরীমনির আসাতে শিশুরা বেশ আনন্দময় সময় কাটিয়েছে।’
অনাথ আশ্রমে এক শিক্ষার্থীর নাচ দেখছেন পরীমনি। ছবি: সংগৃহীত
পরীমনির পোস্ট করা ভিডিওতে যে মেয়েটিকে নাচতে দেখা যায় তার নাম মুন্নি হেমব্রম বলে জানান প্রভুদান। তিনি বলেন, ‘মুন্নি ছাড়াও সেদিন রীতা আক্তার নামে আরও একজন নেচেছিল। তারা দুজনেই এসএসসি পরীক্ষার্থী।’
প্রভুদান জানান, তাদের এনজিওটি অনাথ, পথশিশুদের খাদ্য ও শিক্ষা নিয়ে কাজ করে। এ কাজে বেশির ভাগ অর্থই আসে নানাজনের অনুদানে। দাহিন্দি গ্রামে তাদের আশ্রমে এখন ৬০ জন শিশু রয়েছে। অষ্টম শ্রেণি পাসের পর এই শিশুদের নানা রকমের হাতের কাজ শেখায় লিভ ফর লাইফ।