বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিনে কী করবেন পরীমনি

  •    
  • ২৪ অক্টোবর, ২০২১ ১২:১৬

পরীমনি বলেন, ‘জন্মদিনে আমি সারা দিনই ব্যস্ত থাকি। রাতে আয়োজন থাকলেও দুপুরে আমি এতিম বাচ্চাদের সঙ্গে কাটাব।’

ছয় বছর আগের কথা। ঢাকাই চলচ্চিত্রের রুপালি পর্দায় ভালোবাসা সীমাহীন সিনেমা দিয়ে অভিষেক হয় পরীমনির।

এ বছরগুলোতে প্রথম সিনেমার নামের মতোই দর্শকের ভালোবাসা পেয়েছেন এ চিত্রনায়িকা।

প্রথম সিনেমা মুক্তির আগেই প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন পরীমনি। প্রতি বছর সে রকম হইচই দেখা যায় পরীমনির জন্মদিনে।

নায়িকার আজ জন্মদিন। এর মধ্য দিয়ে জীবনের নতুন বসন্তে পা দিলেন তিনি।

বেশ কয়েক বছর ধরে জমকালো আয়োজনে জন্মদিন পালন করেন পরীমনি। অনেক ঝড়ঝঞ্ঝার পর এবারও ব্যতিক্রম হচ্ছে না।

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রাত সাড়ে ৮টায় বসবে জমকাল সে আসর। পরিচিত, শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষেরা পেয়েছেন আসরে যাওয়ার আমন্ত্রণ।

আমন্ত্রণপত্রে পরী লিখেন, ‘নির্ভেজাল মন নিয়ে আমার কাছে আসুন এবং সারা জীবন আমার সঙ্গে উড়ুন।’

জন্মদিনের আয়োজনে অনেককে আমন্ত্রণ জানালেও কিছু অতিথির কাছে নিজেই যাবেন অভিনেত্রী। এটি তিনি প্রতি বছরই করেন।

পরীমনির জন্মদিনের দুপুরটা কাটবে তার এতিমখানার শিশুদের সঙ্গে। এ কথা শনিবার সন্ধ্যায় নিউজবাংলাকে জানিয়েছিলেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘জন্মদিনে আমি সারা দিনই ব্যস্ত থাকি। রাতে আয়োজন থাকলেও দুপুরে আমি এতিম বাচ্চাদের সঙ্গে কাটাব।

‘তাদের খাবারের কিছু আয়োজন করছি। তাদের জন্য কিছু গিফট কিনেছি। এখন সেগুলোই প্যাকেট করছিলাম।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, জন্মদিনের প্রথম প্রহরে স্বজনদের নিয়ে কেক কেটেছেন পরী।

গুনিন সিনেমার শুটিংয়ের প্রয়োজনে ঢাকার বাইরে ছিলেন পরীমনি। জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরের দিকে ঢাকা ফেরেন তিনি।

এ বিভাগের আরো খবর