মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা শামীম ভিস্তি আর নেই। মস্তিষ্কের রক্তক্ষরণে রাজধানীর একটি হাসপাতালে শুক্রবার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়।
ভিস্তির বয়স হয়েছিল ৫৫ বছর।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা আহসান হাবিব নাসিম।
তিনি জানান, হঠাৎ করে অসুস্থতা দেখা দিলে ভিস্তিকে রাত ১টার দিকে হাসপাতালে নেয়া হয়। ভোররাত ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শামীম ভিস্তির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামে।
টেলিভিশন নাটকে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সদস্য ছিলেন তিনি।
শামীম ভিস্তি নিয়মিত নাটকে অভিনয় করতেন। এর বাইরে পরবাসিনীসহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
মামুনুর রশীদের রচনা এবং ফজলে আজিমের পরিচালনায় বিটিভির নির্মাণাধীন ‘জিন্দাবাহার’ ধারাবাহিকে তিনি অভিনয় করছিলেন।