বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্কার দৌড়ে বিদ্যার ‘শেরনি’, ভিকির ‘সর্দার উধাম’

  •    
  • ২১ অক্টোবর, ২০২১ ১৭:০৩

৯৪তম অস্কারে যাওয়ার দৌড়ে রয়েছে বলিউডের দুই সিনেমা। এর মধ্যে রয়েছে বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ ও ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধাম’।

৯৪তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের দৌড়ে রয়েছে দুই হিন্দি সিনেমা। সেগুলো হলো বিদ্যা বালান অভিনীত শেরনি ও ভিকি কৌশল অভিনীত সর্দার উধাম ।

কলকাতার বিজলী সিনেমা হলে সোমবার থেকে শুরু হয়েছে অস্কারে পাঠানোর জন্য ভারতীয় সিনেমার বাছাই।

১৫ বিচারক ১৪টি সিনেমা থেকে সেরাটি বেছে নেবেন। সেই চূড়ান্ত বাছাই তালিকায় রয়েছে শেরনি ও সর্দার উধাম। দুটি সিনেমাই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।

শেরনি সিনেমায় বিদ্যা বালান বন কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। তিনি মানুষকে সচেতন করে বন্যপ্রাণী বাঁচানোর কাজ করেন। এটি পরিচালনা করেছেন অমিত মাসুরকর।

বিপ্লবী সর্দার উধাম সিংয়ের জীবন সংগ্রামের ওপর নির্মিত সিনেমা সর্দার উধাম। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন।

এতে উধাম সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। এটি পরিচালনা করেছেন সুজিত সরকার।

বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ ও ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধাম’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

অস্কারের মঞ্চে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ভারতীয় একটি সিনেমা নির্বাচন করে পাঠানো হবে। সে প্রক্রিয়া গত সোমবার থেকে শুরু হয়েছে কলকাতায়।

শেরনি এবং সর্দার উধাম ছাড়াও তালিকায় রয়েছে তামিল ম্যান্ডেলা, গুজরাটি চেলো শো ও নয়াট্টুসহ বেশ কিছু সিনেমা।

এ বিভাগের আরো খবর