রংপুরের পীরগঞ্জে রোববার রাতে হিন্দু সম্প্রদায়ের ১৫ থেকে ২০টি বসতবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় রাজপথ থেকে ফেসবুক- সবখানেই সরব সাম্প্রদায়িক সহিংসতার বিরোধীরা।
কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার পূজামণ্ডপে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিসহ ৭ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সোমবার বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন জেলার পূজামণ্ডপে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিসহ ৭ দফা মানতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সংবাদ সংগ্রহের জন্য সেখানকার অনেকগুলো ছবি তোলেন নিউজবাংলার আলোকচিত্রী সাইফুল ইসলাম। সেই ছবিগুলো দিয়ে ছবির গ্যালারি বানিয়ে প্রকাশ করে নিউজবাংলা।
সেই ছবি নিজেদের ফেসবুকে শেয়ার করে পূজামণ্ডপে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি এবং সম্প্রীতির বার্তা দিয়েছেন দেশের নামকরা অনেক তারকা।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নিউজবাংলার ছবির গ্যালারি শেয়ার করে লিখেছেন, ‘লেট বাংলাদেশ স্পিক (বাংলাদেশকে কথা বলতে দাও)।’
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তিনিও শেয়ার করেছেন নিউজবাংলার ছবিগুলো।
তিনি শুধু ইংরেজিতে লিখেছেন, ‘ইয়েস’।
দুটি মুষ্টিবদ্ধ হাতের ছবি দিয়ে নিউজবাংলা সেই ফটোগ্যালারি শেয়ার করেছেন আইসক্রিম খ্যাত অভিনেত্রী নাজিফা তুষি।
ভালোবাসার চিহ্ন ও মুষ্টিবদ্ধ হাতের ছবি দিয়ে ছবিগুলো শেয়ার করেছেন সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাসার।
সংগীতশিল্পী মিতু কর্মকার ও নির্মাতা আশুতোষ সুজনও শেয়ার করেছেন ছবিগুলো, জানিয়েছেন হামলাকারীদের শাস্তির দাবি।
এ ছাড়া সাহস সিনেমার পরিচালক সাজ্জাদ খান, চোখ সিনেমার পরিচালক আসিফ ইকবাল জুয়েল আলাদা আলাদা করে ছবিগুলো ফেসবুকে পোস্ট করে সম্প্রীতি ও পূজামণ্ডপে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন।