বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবচেয়ে বেশি দরকার এই ঘটনার নিন্দা করা: ফারুকী

  •    
  • ১৬ অক্টোবর, ২০২১ ১৮:৪২

ফারুকী লেখেন, ‘আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সংখ্যালঘু। কেউ রাজনৈতিক সংখ্যালঘু, কেউ সামাজিক সংখ্যালঘু, কেউ অর্থনৈতিক সংখ্যালঘু। ফলে দুর্বলের বেদনা, মজলুমের জ্বালা তো আমাদের না বোঝার কথা না। আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার মজলুমের বেদনা উপলব্ধি করার তৌফিক দান করেন।’

কুমিল্লা সদর, নোয়াখালীর চৌমুহনীসহ দেশের নানা স্থানে পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সে কাতারে শামিল হয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ফেসবুকে শনিবার সন্ধ্যায় দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এখন আমরা কী করতে পারি? ঘটনা যা যা ঘটেছে সেটা ঠিকঠাক তদন্ত করে সবার সামনে তুলে ধরা। দ্রুততার সঙ্গে এই হামলার ঘটনাগুলোর সঙ্গে যারা যারা জড়িত, তাদের শাস্তির ব্যবস্থা করা। আগামীতে যেন এই রকম কিছু না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা নেয়ার সেটা নেয়া।

‘তবে সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে, প্রত্যেকেই যার যার জায়গা থেকে এই ঘটনার নিন্দা করা। হিন্দু বন্ধু এবং প্রতিবেশীকে জানানো, তুমি একা নও। এখন তাকে একা বোধ না করতে দেয়াই হচ্ছে সবচেয়ে বড় কাজ। এই সময় এক জগতবিধ্বংসী ক্ষোভ-অভিমান চেপে বসে। তার হাতটা চেপে ধরে বলি চলেন, ইউ আর নট অ্যালোন (তুমি একা নও)।’

ফারুকী মনে করেন, সব মানুষই কোনো না কোনোভাবে সংখ্যালঘু। এ কারণে প্রত্যেকের উচিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সোচ্চার হওয়া।

তিনি লেখেন, ‘আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সংখ্যালঘু। কেউ রাজনৈতিক সংখ্যালঘু, কেউ সামাজিক সংখ্যালঘু, কেউ অর্থনৈতিক সংখ্যালঘু। ফলে দুর্বলের বেদনা, মজলুমের জ্বালা তো আমাদের না বোঝার কথা না। আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার মজলুমের বেদনা উপলব্ধি করার তৌফিক দান করেন।

‘অন্য দেশে সংখ্যালঘু মুসলমানকে অত্যাচার করলে আমাদের হৃদয় যেমন ব্যথিত হয়, নিজের দেশে সংখ্যালঘু হিন্দু বা অন্য কেউ অত্যাচারিত হলেও আমাদের হৃদয় যেন সেটা একইভাবে উপলব্ধি করতে পারে; আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করেন।’

এ বিভাগের আরো খবর