করোনাভাইরাস সংক্রমণ কমে আসার পর ধীরে ধীরে খুলছে দেশের প্রেক্ষাগৃহগুলো। এর প্রথম ধাপে গত শুক্রবার মুক্তি পায় নির্মাতা রাশিদ পলাশের চলচ্চিত্র পদ্মাপুরাণ।
দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে হলমুখী হয়েছে দর্শক। মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে নতুন করে ঢাকার সৈনিক ক্লাবে মুক্তি পেয়েছে এটি।
দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি চলছে স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে। শুধু ঢাকায় নয়, চট্টগ্রামের সুগন্ধা হলে দ্বিতীয় সপ্তাহেও দেখা যাবে সিনেমাটি।
এ নিয়ে নির্মাতা রাশিদ পলাশ নিউজবাংলাকে বলেন, ‘গত শুক্রবার সিনেমাটি মুক্তির পর থেকে সপ্তাহজুড়ে দর্শকদের ব্যাপক সাড়ায় আমরা অভিভূত। আমরাও চেয়েছি সিনেমাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে। সে কারণেই দ্বিতীয় সপ্তাহে এসেও নতুন প্রেক্ষাগৃহে মুক্তি পেল পদ্মাপুরাণ।’
তিনি জানান, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন সিনেমার তিনটি প্রদর্শনী হয়। প্রায় প্রত্যেকটি শো হয় হাউসফুল।
পলাশ আরও বলেন, ‘সপ্তাহজুড়ে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে পদ্মাপুরাণ প্রায় প্রত্যেকটি শো থাকে হাউসফুল ছিল। এও আমাদের টিমের জন্য পরম প্রাপ্তি।’
রায়হান শশীর চিত্রনাট্যে সিনেমটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিনসহ অনেকে।