বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদ্রিদে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে পেলেন জয়া

  •    
  • ১৪ অক্টোবর, ২০২১ ২২:২২

জয়া লেখেন, ‘আমার সামান্য আনন্দ এটুকুই যে পুরস্কারটা এসেছিল ‘রবিবার’ ছবিতে আমার অভিনয়ের সূত্র ধরে। এতদিনে সে পুরস্কারের মেমেন্টো হাতে এল। অসম্ভব বিনীত বোধ করছি আমি। আর এক বড় দায়িত্বের তৃষ্ণা।’

টালিউডের রবিবার সিনেমায় অভিনয়ের জন্য স্পেনের ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০’-এ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান।

গত বছর ডিসেম্বরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।

তবে দীর্ঘদিন পর সেই পুরস্কার হাতে পেলেন জয়া।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে এক স্ট্যাটাসে বৃহস্পতিবার রাতে এ খবর নিজেই জানালেন অভিনেত্রী।

সেই স্মারকটির একটি ছবি পোস্ট করে জয়া লেখেন, ‘মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটেগরিতে অভিনয়ের সেরা পুরস্কারটি মাস কয়েক আগেই ঘোষিত হয়েছিল। পুরস্কারটি এসেছিল বাংলাদেশে। ভারত উপমহাদেশের বাইরে কোনো আন্তর্জাতিক স্তর থেকে এই নাকি প্রথম কোনো পুরস্কার বাংলাদেশে এসেছিল।’

তিনি লেখেন, ‘আমার সামান্য আনন্দ এটুকুই যে পুরস্কারটা এসেছিল ‘রবিবার’ ছবিতে আমার অভিনয়ের সূত্র ধরে। এতদিনে সে পুরস্কারের মেমেন্টো হাতে এল।

‘অসম্ভব বিনীত বোধ করছি আমি। আর এক বড় দায়িত্বের তৃষ্ণা।’

রবিবার সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের ভালোবাসা জানিয়ে জয়া লেখেন, ছবির পরিচালক অতনু ঘোষের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। অভিনেতা-অভিনেত্রী আর কলাকুশলীদের আকাশ সমান ভালোবাসা।’

এ বিভাগের আরো খবর