বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশাল ভরদ্বাজ জানেন কীভাবে সম্মান করতে হয়: বাঁধন

  •    
  • ১৪ অক্টোবর, ২০২১ ১৯:১৭

পরিচালক বিশাল ভরদ্বাজের কথাও বিশেষভাবে উল্লেখ করেন বাঁধন। বলেন, ‘পরিচালক অসম্ভব ভালো মানুষ ও বিনয়ী। শুধু শিল্পী নয়, মানুষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তিনি খুব ভালো করে জানেন। বলতে পারেন এটাই তার নিয়মিত চর্চা।’

ওমকারা, কামিনে, সাত খুন মাফ, হায়দার সিনেমাগুলোর জন্য বলিউডে তো বটেই, বাংলাদেশেও পরিচিত বিশাল ভরদ্বাজ। বলিউডের নিয়মিত ঘরানার নির্মাণ থেকে বিশালের নির্মাণ বরাবরই আলাদা। তাই বিশালকে দর্শকরা মাপেন আলাদাভাবেই।

এবার তিনি পরিচালনা করছেন সিনেমা খুফিয়া। নেটফ্লিক্সের জন্য সিনেমাটি নির্মাণ করছেন তিনি। এতে অভিনয় করছেন বলিউডের টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বিসহ অনেকে।

এ দেশের মানুষের জন্য গর্বের বিষয় হলো, সিনেমাটিতে অভিনয় করছেন দেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর শুটিংয়ের জন্য এখন দিল্লি অবস্থান করছেন অভিনেত্রী।

সেখান থেকেই অনলাইনে তিনি কথা বলেন নিউজবাংলার সঙ্গে।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: নিউজবাংলা

বাঁধন নিউজবাংলাকে বলেন, ‘আমি প্রথম আসি মুম্বাই; সেটা ছিল ২৬ সেপ্টেম্বর। এসেছিলাম আমার লুক সেট করতে। তারা তো আমাকে কেউ সামনাসামনি দেখেনি। আসার পর আমার লুক সেট হয়।

‘টেবিল রিডিং কাজটিও হয় সেই সময়। একই সঙ্গে চূড়ান্ত করা হয় আমার প্রপস। এসব করে আমি দেশে ফিরি ৩০ সেপ্টেম্বর।’

সে সফরে টাবুর সঙ্গে দেখা হয় বাঁধনের। একসঙ্গে বসে টেবিল রিডিং করেন তারা।

সেই মুহূর্তের কথা উল্লেখ করে বাঁধন বলেন, ‘অভিনেত্রী টাবুকে আমি এত পছন্দ করি, কী বলব। তার সঙ্গে বসে স্ক্রিপ্ট পড়লাম। খুব ভালো লেগেছে। বলিউডে থেকেও নিয়মিত প্রথার বাইরে কাজ করেছেন সব সময়। এখন তাকে কাছ থেকে দেখছি আর মুগ্ধ হচ্ছি। মানুষ হিসেবেও অসম্ভব ভালো তিনি।’

টাবুর সঙ্গে বাঁধনের দেখা হলে বাঁধন যখন বলেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন, তখন টাবু বাংলাদেশের আরেক খ্যাতিমান ও জনপ্রিয় অভিনেত্রী চম্পার কথা উল্লেখ করেন।

বাঁধনের ভাষ্যে কথোপকথনটি এমন, ‘অভিনেত্রী টাবু যখন জানলেন আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন তিনি বললেন, বাংলাদেশে আমার একজন বন্ধু আছেন, তার নাম চম্পা।’

পরিচালক বিশাল ভরদ্বাজের কথাও বিশেষভাবে উল্লেখ করেন বাঁধন। বলেন, ‘পরিচালক অসম্ভব ভালো মানুষ ও বিনয়ী। শুধু শিল্পী নয়, মানুষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তিনি খুব ভালো করে জানেন। বলতে পারেন এটাই তার নিয়মিত চর্চা।’

বুধবার খবর আসে, এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাঁধন। এ কথা শুনে পরিচালক ও পুরো ইউনিট মিলে পার্টির আয়োজন করে।

বলিউডের খুফিয়া সিনেমার পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে বাঁধন। ছবি: সংগৃহীত

‘যখন বিশাল ভরদ্বাজ এবং আমার সহশিল্পীরা শুনলেন আমি অ্যাপসায় সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছি, তারা সবাই মিলে আমাকে অভিনন্দন জানালেন এবং আমার সম্মানে পার্টির আয়োজন করলেন। বিষয়টিতে আমি খুবই আপ্লুত হয়েছি। আজ (বৃহস্পতিবার) যে ছবিটি বিশাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, সেটি পার্টিতে তোলা ছবি।’ বলেন বাঁধন।

পরিচালক ও নেটফ্লিক্সের কর্তাদের পেশাদারত্বের প্রসংশা করেন বাঁধন। যার কারণে কাজ করাটা অনেক সহজ হয়ে যায় বলে জানান এই অভিনেত্রী। আশাবাদ ব্যক্ত করে বাঁধন জানান, এটা এ দেশেও হবে; তবে একটু সময় লাগবে।

বর্তমান অবস্থান জানিয়ে বাঁধন বলেন, ‘আমি এখন আছি দিল্লিতে। এসেছি ১০ অক্টোবর। আমার শুটিং শুরু হয়েছে ১১ অক্টোবর। এ মাসের শেষের দিকে কাজ শেষ করে দেশে ফিরব বলে আশা করছি। পরবর্তী শিডিউল আবার পরে কনফার্ম করবেন তারা।’

এভাবে নতুন নতুন চ্যালেঞ্জিং কাজ করতে চান বাঁধন। এ দেশের নতুনদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত আছেন তিনি।

এ বিভাগের আরো খবর