বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চরিত্রের জন্য উইডোস পিক কাটতে হয়েছে: সাবিলা

  •    
  • ১৩ অক্টোবর, ২০২১ ১৯:৫৯

‘বঙ্গবন্ধু’ সিনেমায় শুটিংয়ের জন্য অনেক দিন নাটকের কাজ করেননি সাবিলা। চরিত্রটি নিয়ে রিসার্চ করতে হয়েছে তাকে, ওজন কমাতে হয়েছে। এমন প্রস্তুতি নিয়ে এটাই প্রথম কোনো কাজ বলে জানান সাবিলা।

দেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তিনি অভিনয় করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক বঙ্গবন্ধু সিনেমায়। এতে তাকে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার চরিত্রে দেখা যাবে।

চরিত্রটিতে অভিনয়ের জন্য কপালের কাছে চুলের একটি অংশ কেটে ফেলে দিতে হয়েছে তাকে। কারণ তার অভিনীত চরিত্রটির এমন কিছু ছিল না।

নিউজবাংলাকে সাবিলা বলেন, ‘আমি যে চরিত্রটা করছি, সেই লুকের সঙ্গে আমাকে মেলাতে আমার একটা সিগনিফিকেন্ট চেঞ্জ করতে হয়েছে। সেটা হলো আমার কপালের ঠিক মাঝখান বরাবর চুলের কিছু অংশ ছিল, এটাকে ‘উইডোস পিক’ বলে। এটা কেটে ফেলে দিতে হয়েছে। আর ওজন কমাতে হয়েছে যেন যে চরিত্রটি করছি তার বয়সের সঙ্গে ম্যাচ করি।’

বঙ্গবন্ধু সিনেমায় মেকআপ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাবিলা জানান, তার খুব বেশি মেকআপ করতে হয়নি। তবে আরিফিন শুভর অনেক মেকআপ আর প্রস্থেটিকের কাজ ছিল।

অভিনেত্রী সাবিলা নূর। ছবি: সংগৃহীত

সাবিলা বলেন, ‘খুব সিম্পল, ন্যাচারাল একটা লুকে গিয়েছি। পরে ছবি পাশাপাশি যখন মিলিয়েছি, তখন মনে হয়েছে যে অনেকটুকু মিল করতে পেরেছি।’

অভিনেত্রী সাবিলা নূর। ছবি: সংগৃহীত

নভেম্বরে বাংলাদেশে শুরু হচ্ছে বঙ্গবন্ধু সিনেমার শুটিং। তেমনটাই জানিয়েছেন সিনেমার লাইন প্রোডিউসার মোহাম্মদ হোসেন জেমি।

শিডিউল নিয়ে সাবিলা বলেন, ‘এখনও স্কেজিউলটা পুরোপুরি কনফার্ম করা হয়নি। যতদূর জানি আমার নভেম্বরে স্কেজিউল আছে।’

শেখ রেহানার চরিত্রে সাবিলা ছাড়াও আরও দুজন অভিনয় করছেন। সাবিলা করছেন তরুণ বয়সের চরিত্রটি।

অভিনেত্রী সাবিলা নূর। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সিনেমায় শুটিংয়ের জন্য অনেক দিন নাটকের কাজ করেননি সাবিলা। চরিত্রটি নিয়ে রিসার্চ করতে হয়েছে তাকে, ওজন কমাতে হয়েছে। এমন প্রস্তুতি নিয়ে এটাই প্রথম কোনো কাজ বলে জানান সাবিলা।

মুম্বাইয়ে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন, ‘সেখানকার এক্সপেরিয়েন্স একদম অন্য রকম ছিল। আমাদের কল টাইম থাকত সকাল ছয়টায় এবং খুব বেশি হলে দিনে তিনটা সিন করতাম আমরা। এখানে নাটকে তো আমরা অনেক হেকটিকভাবে কাজ করি, অনেক কষ্ট হয়। অনেক দিন পর অনেক আরামে শুটিং করেছি। তিশা ভাবি, ফারিয়া, শুভ ভাইয়া, তৌকীর ভাইয়া ছিলেন। সবার সঙ্গে থেকে কাজটি করেছি, অনেক ভালো লেগেছে।’

এ বিভাগের আরো খবর