বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মণ্ডপে গেলে ভিড় জমে যায়: মিম

  •    
  • ১৩ অক্টোবর, ২০২১ ১৭:৩৬

দশমীর দিনের পরিকল্পনা কী, জানতে চাইলে মিম বলেন, ‘ওভাবে আলাদা কোনো পরিকল্পনা নেই। এমনিতে বাইরে কোথাও তেমন যেতে পারি না। পূজামণ্ডপে গেলেও বেশি সময় থাকতে পারি না। ভিড় জমে যায়, সেলফি তোলার ভিড় হয়।’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার শারদীয় দুর্গাপূজায় তিনি রয়েছেন রাজাশাহীতে তার গ্রামের বাড়ি। যেকোনো ধর্মীয় উৎসবে অংশ নিতে ভীষণ পছন্দ করেন তিনি। তবে তারকা খ্যাতির কারণে তা সব সময় সম্ভব হয় না। তাই তো পূজামণ্ডপে গেলেও ভিড় এড়াতে বেশি সময় থাকা হয় না তার।

এবার কেমন কাটছে তার শারদীয় দুর্গোৎসবের দিনগুলো। নিউজবাংলার সঙ্গে টুকরো আলাপে তাই জানালেন অভিনেত্রী।

মিম বলেন, ‘আমি তো এবার রাজশাজীতে গ্রামের বাড়িতে পূজা করছি। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে ভালোই কাটছে। অনেক দিন পর তো সবার সঙ্গে দেখা হয়েছে। গল্পগুজবে তাদের সঙ্গে ভালো সময় কাটছে। ঘোরাফেরা করছি, মন্দিরে যাচ্ছি।’

দশমীর দিনের পরিকল্পনা কী, জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘ওভাবে আলাদা কোনো পরিকল্পনা নেই। এমনিতে বাইরে কোথাও তেমন যেতে পারি না। পূজামণ্ডপে গেলেও বেশি সময় থাকতে পারি না। ভিড় জমে যায়, সেলফি তোলার ভিড় হয়। তাই অল্প সময় থেকে চলে আসি। বাসাতেই থাকি বা মণ্ডপের কাছিকাছি থাকি, সবাই হইচই করে মজাটজা করে এসব দেখি।’

মহা-অষ্টমীর দিনে এই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে ১৬ অক্টোবর ঢাকায় ফিরবেন, তাও জানালেন অভিনেত্রী। এরপর তার গন্তব্য ইন্ডিয়া।

এই মুহূর্তে দীপঙ্কর দীপনের পরিচালনায় অন্তর্জাল সিনেমায় কাজ করছেন মিম। তার অংশের শুটিং একদম শেষ পর্যায়ে।

নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েকটা নতুন কাজের কথা চলছে, তবে ফাইনাল না হলে সেসব এখনই প্রকাশ করতে চাচ্ছি না।’

এ বিভাগের আরো খবর