শ্লীলতাহানির চেষ্টা করার দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
যাদের মধ্যে একজন সাধারণ টুইটার ব্যবহারকারী ও অপরজন ইউটিউবার।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, স্বরা ভাস্করের অভিযোগ-ওই দুই ব্যক্তি তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর বার্তা ছড়িয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে। যা তার ভাবমূর্তি নষ্ট করতে পারে।
আর সেই পরিপ্রেক্ষিতেই দিল্লির বসন্তকুঞ্জ থানায় ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
এই ঘটনায় ক্ষুব্ধ অভিনেত্রী। এ নিয়ে এক টুইটে তিনি লেখেন, ‘আমি একা নই। নেটমাধ্যমে আমার মতো এরকম অনেকেই হেনস্তার শিকার হন। যে নারীরা আদতে স্পষ্টবাদী, তাদের এভাবেই খেসারত দিতে হয়। কিন্তু এটা একদমই ঠিক নয়।’
বলিউডে বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিত স্বরা। রাজনৈতিক মতাদর্শ থেকে যেকোনো সামাজিক ইস্যু নিয়ে আগাগোড়া স্পষ্টভাষায় নিজের জবাব দেন তিনি। এ নিয়ে কম বিতর্ক হয় না নেটমাধ্যমে।
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত
কদিন আগেই শাহরুখপুত্রকে নিয়ে মন্তব্য করেছিলেন স্বরা। বলেছিলেন, ‘মন্ত্রীর ছেলে খুন করেও ঠান্ডা ঘরে, আর শাহরুখের ছেলে বলে সে গাঁজা সেবন করে জেলে হেফাজতে গেল! নয়া-ভারতে সম্ভবত খুনের থেকেও মাদক সেবন গুরুতর অপরাধ।’
এ মন্তব্য নিয়েও নানা বিতর্কের শিরোনামে এসেছে তার নাম।