বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান আছেন জেল হাজতে। মাদক কাণ্ডে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরিয়ানকে আটক ও পরে গ্রেপ্তার করলে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বাই আদালত।
সোমবার আরিয়ানের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এনসিবি আদালতের কাছে আরও কিছু সময় চেয়েছে। তাই বুধবার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে মুম্বাই সেশন আদালত।
আরিয়ানকে জামিন দিলে তথ্যপ্রমাণের আলামত নষ্ট হতে পারে বলে শুক্রবার যুক্তি দেখানো হয় এবং জামিনের বিরোধিতা করেন বিপক্ষের আইনজীবী অনিল সিং।
শনি ও রবি, দুদিন আদালত বন্ধ থাকায় সোমবার ঘরে ফিরতে পারবেন বলে আশা করেছিলেন আরিয়ান। কিন্তু তা সম্ভব হলো না।
আরিয়ান ও তার সঙ্গীদের বিরুদ্ধে মাদক সংগ্রহ, বিক্রি এবং ব্যবহারের অভিযোগ রয়েছে। যে কারণেই সহজে জামিন মিলছে না শাহরুখপুত্রের। ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে মাদক ব্যবহার হয়েছে প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে তাদের।
মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ানসহ কয়েকজনকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি উদ্ধার হয়েছে প্রমোদতরীর টার্মিনালে।
এনসিবি বর্ণনায় দাবি করা হয়, নিষিদ্ধ মাদক নিয়েই প্রমোদতরীতে ওঠেন আরিয়ান।