পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপাড়ে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়ে পদ্মাপুরাণ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা রাশিদ পলাশ।
মঙ্গলবার দুপুরে ইউটিউব চ্যানেল লাইভ টেকে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারটি দেখে প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা।
ইউটিউবে ট্রেলারটির মন্তব্যের বক্সে একজন লিখেছেন, ‘খুবই মানসম্মত ট্রেলার, আশা করি সিনেমাটি ভালো হবে।’
আরেকজন মন্তব্যকারী লিখেছেন, ‘অনেক সুন্দর, ভালো লাগল।’
অন্য আরেকজন লিখেছেন, ‘খুবই ভালো লাগল।’
নেটিজেনদের এ রকম নানা প্রশংসায় ভাসছে পদ্মাপুরাণ-এর ট্রেলার।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর প্রকাশ পায় সিনেমাটির অ্যানিমেশন টিজার। আগামী ৮ অক্টোবর সারা দেশে বড় পর্দায় মুক্তি পাবেপদ্মাপুরাণ ।
‘পদ্মাপুরাণ’ সিনেমার দৃশ্যে সুমিত সেনগুপ্ত, সাদিয়া মাহি ও প্রসূন আজাদ। ছবি: সংগৃহীত
এ নিয়ে নির্মাতা রাশিদ পলাশ নিউজবাংলাকে বলেন, ‘ঢাকায় সব সিনেপ্লেক্সে দর্শকরা ‘পদ্মাপুরাণ’ দেখতে পারবেন। তবে সারা দেশের যেসব প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন, সেই তালিকাটি আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়ে দিতে পারব।’
পুণ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত পদ্মাপুরাণ সিনেমায় অভিনয় করেছেন প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন।