বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাজের প্রযোজনায় রাফির ওয়েব সিরিজ ‘চক্র’

  •    
  • ৫ অক্টোবর, ২০২১ ১২:৫৭

প্রযোজনা সংস্থা জাজ তার অফিশিয়াল ফেসবুক পেজে ওয়েব সিরিজটি নিয়ে লেখেন, ‘চক্র প্রকৃতিরই সৃষ্টি। মানুষের জীবন থেকে মৃত্যু একটা জীবন চক্র। সূর্য নিজ অক্ষে ঘুরছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই মহাকাশের মাঝে যা কিছু আছে সব কিছুই চক্রাকারে ঘুরছে। এই শতকোটি চক্রের মাঝে নারীর জীবন চক্র বড়ই রহস্যময়।’

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ শুরু করেন রায়হান রাফি। পোড়ামন-২ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হয় তার। প্রথম পরিচালিত সিনেমাতেই খ্যাতি পান রাফি।

এবার রাফির হাতে ওয়েব সিরিজ নির্মাণের দায়িত্ব দিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

ওয়েব সিরিজের নাম চক্র। অডিশনের মাধ্যমে শিল্পী নির্বাচন করে নভেম্বর থেকেই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

জাজ তার অফিশিয়াল ফেসবুক পেজে ওয়েব সিরিজটি নিয়ে লেখেন, ‘চক্র প্রকৃতিরই সৃষ্টি। মানুষের জীবন থেকে মৃত্যু একটা জীবন চক্র। সূর্য নিজ অক্ষে ঘুরছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই মহাকাশের মাঝে যা কিছু আছে সব কিছুই চক্রাকারে ঘুরছে। এই শতকোটি চক্রের মাঝে নারীর জীবন চক্র বড়ই রহস্যময়।

‘সৃষ্টিকর্তা শুধু নারীকেই সন্তান ধারণের ক্ষমতা দিয়েছে বলেই হয়তো নারীর চরিত্র একই সঙ্গে বিপরীতমুখী। এক মাত্র নারীরাই পারে একই সঙ্গে ভালোবাসতে আবার ঘৃণা করতে। পরম আদর দিতে আবার কষ্ট দিতে। নারী একই সঙ্গে লোভী আবার নির্লোভী।’

প্রযোজনা সংস্থাটি তার পেজে লেখে, ‘নারীর বিভিন্ন চরিত্র ফুটে উঠবে, রায়হান রাফি পরিচালিত, জাজের থ্রিলার ধর্মী ওয়েব সিরিজ চক্র তে।’

এ বিভাগের আরো খবর