বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পৃথক জীবনের পথে সামান্থা-নাগা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ অক্টোবর, ২০২১ ১৭:৫৯

‘আমরা ভাগ্যবান এক দশকের বেশি সময় আমাদের বন্ধুত্ব ছিল, সেটা আমাদের সম্পর্কের অত্যন্ত ব্যক্তিগত জায়গা। আমরা বিশ্বাস করি বন্ধুত্বের সেই সম্পর্কটা আমাদের মধ্যে থেকে যাবে।’

অবসান হলো জল্পনার। ভারতীয় অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন দ্য ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেত্রী সামান্থা। শনিবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এ ঘোষণো দেন তিনি।

সামান্থা লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর নাগা এবং আমি স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথে এগিয়ে যাব ভেবেছি।

‘আমরা ভাগ্যবান এক দশকের বেশি সময় আমাদের বন্ধুত্ব ছিল, সেটা আমাদের সম্পর্কের অত্যন্ত ব্যক্তিগত জায়গা। আমরা বিশ্বাস করি বন্ধুত্বের সেই সম্পর্কটা আমাদের মধ্যে থেকে যাবে।

‘এই কঠিন সময়ে আমাদের অনুরাগী, শুভান্যুধায়ী এবং সংবাদমাধ্যমের কাছে আমাদের প্রাইভেসিকে সম্মান জানানোর অনুরোধ করব। আমরা সত্যিই এগিয়ে যেতে চাই। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

বিয়ের পর সামান্থা ও নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে এই একই পোস্ট করেছেন নাগাও।

তারকা দম্পতির বিয়ে বিচ্ছেদ নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। এ বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকের ওপর রেগে যেতে দেখা গেছে দুজনকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেছিলেন, ‘আমার ক্যারিয়ারে প্রথম থেকেই ব্যক্তিগত এবং পেশাদাগত জায়গা আলাদা রেখেছি। এটা আমি আমার বাবা-মায়ের কাছ থেকে শিখেছি। ছোট থেকে দেখেছি বাড়ি ফিরে বাবা-মা কখনও কাজ নিয়ে কথা বলতেন না। আবার বাবা যখন কাজে যেতেন, তখন সেখানে বাড়ির কথা আলোচনা করতেন না।’

বিয়ের মুহূর্তে সামান্থা ও নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত

নাগা চৈতন্য অভিনেতা নাগার্জুন আক্কিনেনির ছেলে। বিয়ের কারণেই এক সময় আক্কিনেনি পদবী ব্যবহার করতেন সামান্থা। কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে সেই পদবী বাদ দিয়েছেন তিনি। তারপর থেকে নাগা চৈতন্যর সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনা আরও দৃঢ় হয় বিভিন্ন মহলে।

সেই জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। ২০১৭ সালের অক্টোবরেই বিয়ে হয়েছিল সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে।

এ বিভাগের আরো খবর