বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সূর্যবংশী’র যে ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে

  •    
  • ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৩৯

ছবিতে দেখা যাচ্ছে পরিচালক রোহিত শেঠির সঙ্গে তিন অভিনেতাকে। খাঁকি উর্দি পরে রয়েছেন অক্ষয়, অজয় ও রণবীর। সেখানে টেবিলে বসে রয়েছেন রণবীর, তার সামনে ক্যাজুয়ালি দাঁড়িয়ে আছেন অক্ষয় ও অজয়। আর পর্দার এই তিন পুলিশ অফিসারের ‘ভুল’ ধরিয়ে দিলেন বাস্তবের এক আইপিএস।

দেওয়ালিতে ঘিরে আগামী ২২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের বহুল প্রতিক্ষীত সিনেমা সূর্যবংশী।

রোহিত শেঠির পরিচালিত এই সিনেমায় অক্ষয়ের সঙ্গে দেখা যাবে অজয় দেবগন ও রণবীর সিংকে। তাইতো সিনেমাটির মুক্তির অপেক্ষায় মুখিয়ে আছেন হিন্দি সিনেমাপ্রেমীরা।

সম্প্রতি এই সিনেমার মুক্তির তারিখ জানিয়ে অক্ষয় তার টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে পরিচালক রোহিত শেঠির সঙ্গে তিন অভিনেতাকে। খাঁকি উর্দি পরে রয়েছেন অক্ষয়, অজয় ও রণবীর।

সেখানে টেবিলে বসে রয়েছেন রণবীর, তার সামনে ক্যাজুয়ালি দাঁড়িয়ে আছেন অক্ষয় ও অজয়। আর পর্দার এই তিন পুলিশ অফিসারের ‘ভুল’ ধরিয়ে দিলেন বাস্তবের এক আইপিএস।

অক্ষয় টুইটারে ছবিটি পোস্ট করার সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয় সেটি। অসংখ্য ভক্ত-অনুরাগীর পাশাপাশি এ ছবিটি চোখে পড়েছে আইপিএস আরকে বিজয়ের।

তিনি একটি টুইটের মাধ্যমে অক্ষয়কে জানান, তার পোস্ট করা এই ছবি বাস্তব থেকে একেবারেই ভিন্ন।

इंस्पेक्टर साहेब बैठे हैं (तन कर) और एस पी साहब खड़े, ऐसे नही होता है जनाब 😊 https://t.co/iIvElW9pxC

— RK Vij (@ipsvijrk) September 25, 2021

আসলে তিনি যা বলেতে চেয়েছেন তা হলো, বাস্তব জীবনে কখনও একজন আইপিএস দাঁড়িয়ে রয়েছেন তার সামনে এক ইন্সপেক্টর কখনওই এভাবে টেবিলের ওপর বসে থাকতে পারেন না।

যদিও এই টুইটের উত্তরে পাল্টা টুইট করেছেন অক্ষয়। তিনি জানান, এটি একটি ‘বিহাইন্ড দ্য সিন’। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।

অক্ষয় আরও জানান, সিনেমায় পুলিশ বাহিনীর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে সমস্ত প্রোটোকল মেনেই সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

সেই সঙ্গে অভিনেতা এই আইপিএসকে সূর্যবংশী দেখারও আহ্বান জানান।

অক্ষয়ের উত্তর পেয়ে খুশি হয়েছেন আইপিএস বিজয়। পাল্টা টুইটে জানালেন অবশ্যই সিনেমাটি তিনি সিনেমাটি দেখবেন।

Thank you for your response and respect you showed for the forces @akshaykumar😊 My comment was also in a lighter vein 😊 Will definitely watch the film 👍 https://t.co/LYv5IalTVL

— RK Vij (@ipsvijrk) September 26, 2021

এ বিভাগের আরো খবর