বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুবলী কি এবার সংগীতশিল্পী

  •    
  • ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৭

সিনেমায় যে সংগীতকে গুরুত্ব দেয়া হয়েছে তা শেষ দিনের শুটিংয়েও দেখা গেছে। এমনকী পরিচালক সৈকত নাসিরও জানিয়েছেন, সিনেমায় সংগীতের একটি দল রয়েছে।

নানা রকম চরিত্রে বুবলী অভিনয় করছেন সিনেমায়। কখনও ডাক্তার, কখনও পুলিশ। এবার হয়তো তাকে সংগীতশিল্পী রূপে দেখা যেতে পারে। তেমনি আভাস পাওয়া যাচ্ছে।

তালাশ সিনেমায় তাকে দেখা যেতে পারে সংগীতশিল্পীর ভূমিকায়। না, বুবলী এখনও বিষয়টি স্বীকার করেননি। তবে তিনি জানিয়েছেন, তাকে এমন ভূমিকায় দেখা যাবে যা আগে দেখা যায়নি।

তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ নতুন ধরনের একটি চরিত্রে অভিনয় করেছি। এটা এখনই বলতে চাই না। হলে গিয়ে দেখতে হবে।’

তালাশ সিনেমার শুটিং শেষ হয়েছে ২৭ সেপ্টেম্বর। এর পরিচালক সৈকত নাসির জানান নভেম্বরে সিনেমাটি মুক্তি পেতে পারে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিয়োপেট্রা ফিল্মস।

সিনেমায় আছেন আদর আজাদ। তুলনামূলক নতুন অভিনেতা তিনি। আদর বলেন, ‘সিনেমায় আমি একজন গিটারিস্টের চরিত্রে অভিনয় করেছি।’

অভিনেতার এই কথাতেই আরও বেশি করে ধারণা হয় যে, বুবলীকে হয়তো সিনেমাতে সংগীতশিল্পী হিসেবেই দেখা যাবে।

সিনেমায় যে সংগীতকে গুরুত্ব দেয়া হয়েছে তা শেষ দিনের শুটিংয়েও দেখা গেছে। এমনকী পরিচালক সৈকত নাসিরও জানিয়েছেন, সিনেমায় সংগীতের একটি দল রয়েছে।

পরিচালক বুধবার তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এই গল্প নব্বই শতাংশ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা। সব দর্শক নিজেকে কানেক্ট করতে পারবে। মাঝে মাঝে দর্শকদের মনে হবে তাদের জীবন কাহিনি নিয়ে বানানো হয়েছে তালাশ।’

শাহ আব্দুল করিমের বিখ্যাত গান ‘রঙের দুনিয়া তোরে চাইনা’ ব্যবহার করা হয়েছে সিনেমায়।

এ বিভাগের আরো খবর