সিনেমায় নানা রকম চরিত্রে অভিনয় করতে হয় অভিনয়শিল্পীদের। অধিকাংশ সিনেমায় নায়ক-নায়িকাকে আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। কম হলেও কিছু সিনেমার গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পীদের হাজির হতে হয় ডি-গ্ল্যাম লুকে।
এবার সে রকম এক চরিত্রে হাজির হচ্ছেন অভিনেতা সাইমন। এর আগে তাকে ভিন্ন কিছু চরিত্রে দেখা গেলেও নতুন যে চরিত্রে অভিনয় করছেন সেভাবে আগে দেখা যায়নি।
হাকিম মাঝি হয়ে হাজির হয়েছেন সাইমন সাদিক। নরসুন্দরী সিনেমায় তাকে এ চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে ৩-৪ দিন শুটিংয়ে অংশ নিয়েছেন সাইমন।
নরসুন্দরী সিনেমায় সাইমন সাদিক। ছবি: সংগৃহীত
মঙ্গলবার সন্ধ্যায় সাইমন ফেসবুকে তার চরিত্রের কিছু ছবি পোস্ট করেন। যেখানে তাকে বড় চুল-দাড়িতে, লুঙ্গি-জামায় দেখা গেছে। কাঁধে আবার ঝুলিয়ে রেখেছেন গামছা।
ছবি পোস্ট করে এর ক্যাপশনে সাইমন লিখেছেন, ‘নায়ক নয়, চরিত্রটাকে প্রাধান্য দিয়ে কাজ করাচ্ছেন শামীম আহমেদ রনী ভাই।’
শামলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনী।
নিউজবাংলাকে সাইমন সাদিক বলেন, ‘গাজীপুরে সিনেমার শুটিং চলছে। আমি আগেই শুটিংয়ে অংশ নিয়েছি কিন্তু ছবি পোস্ট করেছি আজকে (মঙ্গলবার)। সামাজিক ক্রাইসিস নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি; ভালোবাসাও আছে। টানা চলবে শুটিং।’
নরসুন্দরী সিনেমার শুটিংয়ের সময় সাইমন ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত
সিনেমায় সাইমনের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি। তাকেও দেখা যাবে ভিন্ন রকম লুকে। কিছুদিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন মাহি। সেখানে তাকে দেখা গেছে সাদা শাড়িতে।
ছবিগুলো দেখে বেশ ভালোভাবেই ধারণা করা যাচ্ছে যে অচেনা রূপেই নরসুন্দরী সিনেমায় হাজির হচ্ছেন দর্শকদের চেনা সাইমন-মাহি।