বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওই দিন তো আমার সারা রাত ঘুম নাই: শাবনূর

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৯:০২

শাবনূর বলেন, ‘আমি যখন প্রথম সিনেমায় শুটিং করতে যাচ্ছি, ওই দিন তো আমার সারা রাত ঘুম নাই। সারা রাত আমি চোখ বন্ধ করতে পারছি না। ওহ মাই গড, সকালে আমার শুটিং হবে।’

১৯৯৩ সালে মুক্তি পাওয়া চাঁদনী রাতে সিনেমার মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রের রুপালি পর্দায় ভেসে ওঠে এক মায়াবী মুখ- শাবনূর। প্রথম সিনেমাটি সুপারহিট না হলেও তার রূপ-গুণ আর অভিনয়ে মুগ্ধ হন দর্শক ও নির্মাতারা।

এরপর একসময় পর্দায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন শাবনূর। দীর্ঘ অনেক বছর হলো অভিনয় থেকে দূরে শাবনূর। তবে তার সেই জনপ্রিয়তা আর দর্শকের ভালোবাসা যেন আজও অটুট।

তিনিও চান দর্শকদের সেই ভালোবাসা ধরে রাখতে। সেই লক্ষ্যে কিছুদিন আগে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। তৈরি করছেন নানা রকমের ভিডিও কনটেন্ট।

শুধু তাই নয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় হয়েছেন অভিনেত্রী। গত ২১ সেপ্টেম্বর ইউটিউবের এক ভিডিও বার্তায় শাবনূর জানিয়েছিলেন, শুক্রবার বেলা ৩টায় ফেসবুক লাইভে আসবেন তিনি। এসেছিলেনও অভিনেত্রী।

সেই লাইভে নানা গল্পের মাঝে দর্শকদের এক প্রশ্নের জবাবে জানালেন তার প্রথম সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা।

শাবনূর বলেন, ‘আমি যখন প্রথম সিনেমায় শুটিং করতে যাচ্ছি, ওই দিন তো আমার সারা রাত ঘুম নাই। সারা রাত আমি চোখ বন্ধ করতে পারছি না। ওহ মাই গড, সকালে আমার শুটিং হবে।’

অন্য আর দশজন মানুষের মতো নতুন কিছু পাওয়ার উচ্ছ্বাস ছিল তারও। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘এ রকম রাত থেকে আমার মনে হচ্ছে সকালে আমার শুটিং হবে, আমি উঠব। আমার মেকআপম্যানকে আমি জ্বালায়ে মারছি। ভোর পাঁচটার আগে থেকে তাকে একটু পরপর বলছি, আমার মেকআপ কখন দিবা। সবার মেকআপ হয়ে যাবে, আমি লেট, আমার লেট হয়ে যাবে, প্লিজ প্লিজ এটা কর। অ্যাটলাস্ট আমার মেকআপ দেয়া হলো, শুটিং স্পষ্টে গেলাম, শুটিং করলাম। এই ছিল আমার শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা।’

সবশেষ ২০১৫ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত সিনেমা পাগল মানুষ। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন অভিনেত্রী। সেখান থেকেই আজ লাইভে যুক্ত হয়েছিলেন তিনি।

এ বিভাগের আরো খবর