শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনে নড়াইলের নাট্য সংগঠন ‘চিত্রা থিয়েটার’ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
চিত্রা থিয়েটার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়।
শোভাযাত্রা শেষে নড়াইলের পানি উন্নয়ন বোর্ড এলাকার গণকবর এবং জেলা জজ আদালতের পাশের বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ড, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, চিত্রা থিয়েটারের সাদারণ সম্পাদক ইমান আলী মিলন, সৈয়দ ওসমান আলীসহ আরও অনেকে।