বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফোক স্টেশনে আঁখি আলমগীর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ সেপ্টেম্বর, ২০২১ ২২:০৩

১৭ সেপ্টেম্বর রাত ১১টা ২৫ মিনিটে নতুন ভাবে শুরু হয় ফোক স্টেশন সিজন ৪। আঁখি আলমগীরের গান নিয়ে দ্বিতীয় পর্বটি প্রচার হবে ২৪ সেপ্টেম্বর রাত ১১ ২৫ মিনিটে।

ফোক গান বা লোক গান তো অনেক গেয়েছেন, তবে এবার প্রথমবারের মতো ফোক স্টেশনে গাইলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

ফোক স্টেশন সিজন ৪ এর দ্বিতীয় পর্বে তাকে দেখা ও শোনা যাবে। সংগীত পরিচালক জে কে মজলিশের সংগীত পরিচালায় গেয়েছেন আঁখি আলমগীর।

মোট ৬টি লোক গান গেয়েছেন আঁখি। গানগুলো হলো ‘আইছে দামান সাহেব মিয়া’, ‘বসন্ত আসিল শখি’, ‘হায় বাঙালি’, ‘সাগর কূলের নাইয়া’, ‘হলুদ বাটো মেন্দি বাটো’, ‘বন্ধু কাজল ভ্রোমরা রে’।

১৭ সেপ্টেম্বর রাত ১১টা ২৫ মিনিটে নতুন ভাবে শুরু হয় ফোক স্টেশন সিজন ৪। আঁখি আলমগীরের গান নিয়ে দ্বিতীয় পর্বটি প্রচার হবে ২৪ সেপ্টেম্বর রাত ১১ ২৫ মিনিটে।

প্রতি শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে আরটিভির পর্দায় প্রচারিত হয় অনুষ্ঠানটি। টিভি অনএয়ারের পর গানগুলো ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে পাওয়া যায়।

নিজের ফ্যাশন হাউজের পোশাকে আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত

গানের পাশাপাশি ‘মখমল’ নামে একটি ফ্যাশন হাউজ চালু করেছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। নিজের প্রতিষ্ঠানে তিনিই প্রধান নকশাকার। এর মধ্য দিয়ে আরেকটি নতুন পরিচয় যুক্ত হয়েছে তার নামের পাশে। এই প্রতিষ্ঠানের মডেল হিসেবেও দেখা গেছে তাকে।

এ বিভাগের আরো খবর