বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোতাম খোলা প্যান্টে হাজির উরফি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২৪

এবার তার নতুন ফ্যাশন আবারও আলোচনায়। রোববার একটি ভিডিও প্রকাশ হয়েছে ইনস্টাগ্রামে। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। নেটিজেনরা বরাবরের মতো কটাক্ষ করেছেন উরফিকে।

অনেকে তাকে ভারতীয় গীতিকার জাভেদ আখতারের নাতনি ভেবেছিলেন। তখন বেশ আলোচনায় আসেন উরফি জাভেদ। পরে ভুল ধারণায় থাকা মানুষের ভুল ভাঙে।

এগুলো ছোট আলোচনা। উরফি প্রায় সব সময়ই আলোচনায় থাকেন তার ফ্যাশনের জন্য। তার নতুন ছবি মানেই নতুন চর্চা। স্বল্প বসনে আবেদনময়ী ছবি তাকে প্রায়ই টেনে তোলে অলোচনার শীর্ষে।

কিন্তু অভিনেত্রী-মডেল উরফি জাভেদ এসব নিয়ে চিন্তিত নন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছেন তিনি।

পোশাক পরার ঢং নিয়ে বারবার আলোচনায় এসেছেন ‘বিগ বস ওটিটি’তে অংশ নেয়া উরফি। জড়িয়েছেন একাধিক বিতর্কে।

বলিউড মডেল উরফি জাভেদ। ছবি: সংগৃহীত

এবার তার নতুন ফ্যাশন আবারও আলোচনায়। রোববার একটি ভিডিও প্রকাশ হয়েছে ইনস্টাগ্রামে। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। নেটিজেনরা বরাবরের মতো কটাক্ষ করেছেন উরফিকে।

ভিডিওতে দেখা যায়, ক্রপ টপ এবং চেক প্যান্টে বিমানবন্দরে এসেছিলেন তিনি। তার সেই চেক প্যান্টের উপরের দুটি বোতাম খোলা। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে, বোতাম খুলে থাকাটা ভুল করে নয়। ফ্যাশন করতেই প্যান্টের বোতাম খুলে রেখেছেন তিনি। আর এতেই শুরু হয়েছে নতুন আলোচনা।

জিনসের জ্যাকেটে বিমানবন্দরে উরফি (বাঁয়ে), একই রকম ফ্যাশনে অন্য ঢংয়ের ছবি। ছবি: সংগৃহীত

এর আগে বিমানবন্দরে তাকে জিনসের পোশাক পরে দেখা গিয়েছিল। সেই পোশাক নিয়েও হয় তুমুল আলোচনা। কারণ জিনসের জ্যাকেটটি এমনভাবে কাটা যে উরফির গোলাপি অন্তর্বাস স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে।

সে সময় উরফি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘বিমানবন্দরে যে পোশাক আমি পরেছিলাম, তা সাধারণ একটি স্পোর্টস ব্রা। তার উপরে জিনসের জ্যাকেট। কিন্তু সেই পোশাকের ছবি প্রকাশ্যে আসার পর এমন কথা শুরু হলো যেন আমি কাউকে খুন করেছি।’

এ বিভাগের আরো খবর