যেন যুদ্ধের জন্য প্রস্তুত আরিফিন শুভ। দুই হাতে ছুরি, তীক্ষ্ণ দৃষ্টি, হাঁটুর ওপরে রাখা আগ্নেয়াস্ত্র আর তার দেহ সৌষ্ঠব- সব মিলিয়ে মনে হচ্ছে এখনই সব বিনাশ হবে তার হাতে।
আর হবেই-বা না কেন? এক্সট্রিম এক মিশনে নেমেছেন শুভ। এই মিশনের সঙ্গে জড়িয়ে আছে দেশের নিরাপত্তা। এতে কোনোভাবেই হেরে যাওয়া যাবে না।
শনিবার রাতে প্রকাশ পেয়েছে মিশন এক্সট্রিম সিনেমায় আরিফিন শুভর নতুন লুক। সেখানে যুদ্ধংদেহি অবতারে হাজির হয়েছেন এই অভিনেতা।
এর আগের পোস্টারে শুভকে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র হাতে। দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য গঠিত একটি চৌকস দলের সদস্য তিনি।
বহুল প্রতীক্ষিত এ সিনেমাটির প্রথম পর্ব ৩ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। তবে প্রযোজক পরিবেশক সমিতিতে মুক্তির তারিখ বরাদ্দ করার জন্য এখনও আবেদন করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।
৩ ডিসেম্বর তারিখটি ফাঁকা আছে বলে জানিয়েছে সমিতির সূত্র। সিনেমাটির প্রযোজক আবেদন করলে তারিখটি পাবেন বলে জানিয়েছে সমিতি।
সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, এ বি এম সুমন, তাসকিন রহমান, সাদিয়া আন্দালিব নাবিলাসহ অনেকে।
মিশন এক্সট্রিম-এর কাজ শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে। ঈদে মুক্তির কথা থাকলেও গত দুই বছর করোনার কারণে সিনেমাটি মুক্তি পায়নি। দুটি পর্বে নির্মিত হয়েছে সিনেমাটি।
মিশন এক্সট্রিম এবং মিশন এক্সট্রিম ২ সিনেমা দুটি পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ।
এই সিনেমার মাধ্যমে জান্নাতুল ফেরদৌস ঐশীর বড় পর্দায় অভিষেক হবে। সিনেমাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেয়া হবে সিনেমাটি।