বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০ বছরে ভালোবাসা-অবজ্ঞা দুটাই পেয়েছি: চয়নিকা

  •    
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৭:২০

চয়নিকা বলেন, ‘আসলে এই ২০ বছরের পথ চলা এতো সহজ ছিল না। মনে হচ্ছে এইতো সেদিন, আসলে সেদিন না, বিশাল একটা জার্নি। এখানে কিন্ত পথ চলাটা মসৃণ ছিল না, ছিল বন্ধুর, উঁচু-নিচু অনেক প্রতিবন্ধকতা। ফ্যামিলি থেকে কোনো প্রতিবন্ধকতা পাইনি, তাদের পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদিও পরিচালকের কোনো জেন্ডার নেই, কিন্তু একজন মেয়ে হিসেবে অনেক ভালো-মন্দ দেখেছি।’

টেলিভিশন নাটক নির্মাণের পরিচিত নাম চয়নিকা চৌধুরী। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর এই দিনে প্রথম নির্মাণ শুরু করেন নাটক শেষ বেলায়। সেই হিসেবে আজ নির্মাতা জীবনের ২০ বছর পূর্ণ করলেন চয়নিকা।

তবে তার নির্মাণ করা প্রচারিত প্রথম নাটক এক জীবনে । যে নাটকটি ২০০১ সালের অক্টোবর প্রচারত হয় বিটিভিতে।

চয়নিকা চৌধুরী নির্মাতা জীবনের ২০ বছর পূরণের দিনে নিউজবাংলার সঙ্গে আলাপ করলেন এই পথ চলার অভিজ্ঞতা নিয়ে। তিনি জানালেন, দীর্ঘ এই সময়ে মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন পাশাপাশি অবজ্ঞাও পেয়েছেন।

চয়নিকা বলেন, ‘আসলে এই ২০ বছরের পথ চলা এতো সহজ ছিল না। মনে হচ্ছে এইতো সেদিন, আসলে সেদিন না, বিশাল একটা জার্নি। এখানে কিন্ত পথ চলাটা মসৃণ ছিল না, ছিল বন্ধুর, উঁচু-নিচু অনেক প্রতিবন্ধকতা। ফ্যামিলি থেকে কোনো প্রতিবন্ধকতা পাইনি, তাদের পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদিও পরিচালকের কোনো জেন্ডার নেই, কিন্তু একজন মেয়ে হিসেবে অনেক ভালো-মন্দ দেখেছি।

‘ভালো মানুষ দেখেছি, খারাপ মানুষও দেখেছি। ভালোবাসা পেয়েছি, আবার পাশাপাশি অপমান অবজ্ঞাও পেয়েছি। এসব উৎরিয়ে আমার কাছে মনে হয়েছে আসলে কাজটাই আসল। এমনও হয়েছে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে গিয়ে ৪ ঘন্টা বাইরে বসে ছিলাম। আমাকে কেউ পাত্তাই দেয় নি। এমনও হয়েছে প্রথম নাটকে আমি হিরোই পাইনি। আমিতো পরিচালনা জানি না কিছু, আমি ভালো হিরো পাইনি।’

তিনি বলেন, ‘এমনও হয়েছে আমি আগে বলতে পারিনি আমার নাটকটি কোন চ্যানেলে যাবে। আমাকে পরীক্ষা দিয়ে হয়েছে। আমাকে নাটক বানিয়ে আগে জমা দিয়ে হয়েছে, প্রিভিউ হয়েছে, এরপর ঠিক হয়েছে নাটকটি যাচ্ছে কিনা।’

তবে আজকের দিনে দাঁড়িয়ে এসব ঘটনা নিয়েই গর্ববোধ করেন চয়নিয়া। তিনি বলেন, ‘যা হয় ভালোর জন্যই হয়। আমি খুব গর্ববোধ করি। এইসব ঘটনায় আমার আস্থা বেড়েছে এবং আমি আরও অভিজ্ঞ হয়েছি।’

চয়নিকা জানালেন, এই ২০ বছরের নির্মাতা জীবনে তিনি এপর্যন্ত নাটক-টেলিফ্লিম মিলিয়ে ৪১৫, ১৬টি সিরিয়াল এবং একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

এইদিনে দাঁড়িয়ে দীর্ঘ এইপথ চলায় তার সব শিল্পী, কলাকুশলী ও সহকর্মী ও দর্শকদের ভালোবাসা জানান চয়নিকা।

এ বিভাগের আরো খবর