আর্থিক প্রতারণা মামলার তথ্য পেতে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে ফের তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলার অন্যতম সাক্ষী হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে ইডি।
এর আগে গত ৩০ আগস্ট দিল্লিতে জ্যাকলিনকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। রেকর্ড করা হয়েছিল তার বয়ান। সেই বয়ানের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় এই মামলার অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বান্ধবী অভিনেত্রী লীনা মারিয়া পলকে। সুকেশ জেলে থাকাকালীন তিনিই এই প্রতারণা চক্র চালাতেন বলে অভিযোগ।
চেন্নাই নিবাসী সুকেশের বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী। তার অভিযোগ, এক বছরে তার থেকে ২০০ কোটি রুপি আত্মসাৎ করেছে সুকেশ।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত
সেই মামলাতেই জ্যাকলিনের সাক্ষ্য নেয় ইডি। জ্যাকুলিনও এই চক্রে পড়ে নিজের অনেক টাকা হারিয়েছেন। তার সাক্ষ্যের পরই এই তদন্তে আসে নতুন মোড়।
এদিকে শুক্রবারই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জ্যাকলিন অভিনীত সিনেমা ভূত পুলিশ। এতে আরও আছেন সাইফ আলি খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতম।