হঠাৎই নেটিজেনদের চোখ আটকে গেছে বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম স্টোরিতে। কারণ সেখানে প্রকাশ্যে জানান দিলেন তার ভালোবাসার কথা।
আর যা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, ব্যাপারটা কী? বন্ধু অক্ষত রাজনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাহ্নবী।
আর সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমাকে ভালোবাসি।’
ইনস্টাগ্রাম স্টোরিতে অক্ষতকে জন্মদিনের শুভেচ্ছা জানান জাহ্নবী। ছবি: সংগৃহীত
ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, অক্ষত রাজনের সঙ্গে জাহ্নবীর সম্পর্কে থাকার গুঞ্জন অনেকদিন ধরেই। তখন বলিউডে সবেমাত্র যাত্রা শুরু করেছেন তিনি। সেসময় জাহ্নবীর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের একটি ছবি পোস্ট করেন অক্ষত।
লাভ ইমো দিয়ে সেই ছবির ক্যাপশনে অক্ষত লেখেন, ‘শুভ জন্মদিন।’ যার উত্তরে জাহ্নবী লিখেছিলেন, ‘ily’, অর্থাৎ I Love You-র শর্ট ফ্রম।
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: ইনস্টগ্রাম
যদিও পরে সাক্ষাৎকারে জাহ্নবী বলেছিলেন, তার আর অক্ষতের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। তারা ছোটবেলা থেকে বন্ধু। সেই সঙ্গে জানিয়েছেন অক্ষত পাপারাজ্জিদের ভয়ে তার সঙ্গে কোনো পার্টি করতেও ভয় পায়।
যদিও বলিউডে অভিষেকের জাহ্নবীর নাম জড়ায় ইশান খট্টরের সঙ্গে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ধড়ক সিনেমায় জুটি বেঁধেছিলেন জাহ্নবী-ইশান।
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: ইনস্টগ্রাম
এই জুটির সম্পর্ক নিয়ে ইশানের বড় ভাই শাহিদ কাপুর ‘কফি উইথ করণ’-শোতে এসে ফাঁস করেছিল ইশান কতটা পাগল জাহ্নবীর জন্য।
তবে মাঝে শোনা যায়, নিজেদের ক্যারিয়ারের কথা ভেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।