প্রতিবছর তারকাদের নিয়ে জমকালো ফ্যাশন শোয়ের আয়োজন করে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস (মোমা)। কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহ করা এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
গত বছর আসরটি হয়নি করোনার কারণে। এবার হয়েছে আয়োজনটি। বরাবরের মতো তারার হাট বসেছিল আয়োজনে। অদ্ভুত পোশাক আর সাজে বিশ্বের নামকরা সব মডেল ও তারকা হেঁটেছেন সাদা গালিচায়।
আয়োজনটি সবার কাছে মেট গালা নামে পরিচিত। এ বছরের পোশাকের থিম ছিল ‘ইন আমেরিকা: আ লেক্সিকন অব ফ্যাশন’। এবারের আয়োজনে নজর কেড়েছেন কিম কারদিশিয়ান। পুরো কালোতে মুড়ে এসেছিলেন তিনি।
আরও অনেক তারকার জমকালো ছবি প্রকাশ করেছে এএফপি।
লর্ডেস লিওন, সিমোন, জে বালভিন, ইরিনা শাইক, জেরেমি স্কট, কারেন এলসন, তারাজি পি হেনসন, টম ডেলি ও সিন্থিয়া এরিভো হাজির হয়েছিলেন মেট গালায়।
ইতিমধ্যে শিটস্ ক্রিক দেখে ফেলেছেন অনেকেই। সেই সিরিজের তারকা ড্যান লেভি এমনই সাজে দেখা দিলেন হোয়াইট কার্পেটে। পোশাকে মানচিত্র, পাদুকায় ফুল নিয়ে বাকিদের থেকে একেবারেই আলাদা যেন তিনি।
একসঙ্গে দেখা গেল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেককে। তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিনের। এবার সামাজিক অনুষ্ঠানে দেখা দিলেন তারা। হোয়াইট কার্পেটে আলাদাই হেঁটেছেন দুজনে। তবে ভিতরে গিয়ে মাস্ক পরেই চুম্বনে মগ্ন হলেন দুই তারকা।
অলিম্পিকে অন্যভাবে দেখা গিয়েছিল তাকে। এবার মেট গালায় ৯৮ পাউন্ড ওজনের এই পোশাকেই হোয়াইট কার্পেটে দেখা গেল সোনাজয়ী অ্যাথলেট সিমোনে বাইলসকে।
র্যাপার লিল ন্যাস এক্স কখনও কোনো বাধা মানেন না। নিজের কাজ ও সাজের মাধ্যমে সে কথা বুঝিয়ে দিতেও ছাড়েন না। মেট গালায় তাকে দেখা গেছে তিন রকম সাজে।
মার্কিন অভিনেত্রী ও মডেল কায়া গারবার।
জামিল মোহাম্মদ, ইভান মক।
সুপার মডেল ইমনের সাজ যেন একেবারেই আলাদা। মাথার পিছনে বসানো সাদা আর সোনালি হেড পিস চক্রের মতো। যেন এক অন্য গ্রহ থেকে এলেন এই তারকা।
রিয়ানা ও সুধা রেড্ডি।
কানাডিয়ান ফ্যাশন মডেল উইনি হারলো।