বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হইচইতে চঞ্চলের নতুন কনটেন্ট ‘বলি’

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৮:০৫

চঞ্চল লেখেন, ‘হইচই-এর নতুন ওয়েব সিরিজ বলি নির্মাণে ব্রতী হয়েছেন তিনি। ভিন্ন স্বাদের এই গল্প নির্মাণের জন্য আমরা সবাই এখন কুয়াকাটায়। কাল থেকে শুটিং শুরু।’

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভিন্ন ভিন্ন গল্পে নানা রকম চরিত্রে তিনি অবাক করে দিয়েছেন দর্শকদের। ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া চঞ্চল অভিনীত তাকদীর-এর কথা মনে থাকার কথা দর্শকদের। তুমুল জনপ্রিয় হয়েছিল কনটেন্টটি।

সেই প্ল্যাটফর্মে আবার হাজির হতে যাচ্ছেন চঞ্চল। নতুন সে কনটেন্টটি একটি ওয়েব সিরিজ। সিরিজটির নাম বলি। এটি হতে যাচ্ছে হইচইতে চঞ্চলের দ্বিতীয় কনটেন্ট।

ওয়েব সিরিজটি নির্মাণ করছেন শংখ দাশগুপ্ত। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। তথ্যগুলো ফেসবুকে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। অভিনেতা ও পরিচালক কেউ ফোন রিসিভ করছেন না। তাই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চঞ্চল তার ফেসবুকে লেখেন, ‘শংখ দাশগুপ্ত মেধাবী একজন নির্মাতা। ওর সঙ্গে পরিচয় দুই-তিন বছর আগে, আস্তে আস্তে আন্তরিকতা ও ঘনিষ্ঠতা।

‘হইচই-এর নতুন ওয়েব সিরিজ বলি নির্মাণে ব্রতী হয়েছেন তিনি। ভিন্ন স্বাদের এই গল্প নির্মাণের জন্য আমরা সবাই এখন কুয়াকাটা। কাল থেকে শুটিং শুরু।’

বলি ওয়েব সিরিজের পরিচালক শংখ দাশগুপ্ত (বাঁয়ে) ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

দর্শকদের ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করে চঞ্চল লেখেন, ‘শংখর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শংখ মূলত পেশাদার বিজ্ঞাপন নির্মাতা। বলি টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারব।’

ভক্ত-দর্শকদের শুভ কামনা আশা করেছেন চঞ্চল। এটি ছাড়াও চঞ্চল জি-ফাইভের একটি দীর্ঘ ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন। সেটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

এ বিভাগের আরো খবর