বলিউড সিনেমায় অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। না, বিষয়টি তিনি নিশ্চিত করেননি কিন্তু আবার উড়িয়েও দেননি।
বলিউডের ওমকারা, ইশকিয়া, হায়দার খ্যাত চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমায় দেখা যেতে পারে তাকে। এ ব্যাপারে মুখ খুলছেন না অভিনেত্রী।
অভিনেত্রী বাঁধনের কাছে নিউজবাংলা জানতে চায়- বাঁধন, আপনি বলিউডের কোনো সিনেমার প্রস্তাব পেয়েছেন কিনা, যেটা বিশাল ভরদ্বাজ পরিচালনা করবেন। আপনি কি সেই প্রজেক্টে অডিশন দিয়েছেন?
উত্তরে বাঁধন বলেন, ‘আমি এটা নিয়ে কথা বলতে পারছি না।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: নিউজবাংলা
নিউজবাংলার পক্ষ থেকে বিশাল ভরদ্বাজকে শনিবার রাতে এসএমএস করা হয়েছে। তিনিও কোনো উত্তর দেননি এখন পর্যন্ত।
এর আগে জানা গেছে, বিশাল ভরদ্বাজ নেটফ্লিক্সের জন্য একটি সিনেমা করতে চাইছেন। যেখানে গল্পের জন্যই বাংলাদেশের একজন অভিনেত্রী প্রয়োজন। সিনেমাটির নাম খুফিয়া।
তবে আনুষ্ঠানিকভাবে এর কিছুই জানা যায়নি। সম্প্রতি বাঁধনকে দেখা গেছে একটি বিজ্ঞাপনে।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: নিউজবাংলা
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেয়া দেশের সিনেমা রেহানা মরিয়ম নূর এ নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। শিগগিরই সিনেমাটি জমা পরতে যাচ্ছে সেন্সর বোর্ডে।