বলিউডে প্রায় দুই দশকের পথ চলা মল্লিকা শেরাওয়াতের। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা খোওয়াইশ।
এর পরের বছরই নির্মাতা মহেশ ভাটের মার্ডার সিনেমায় অভিনয় দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান মল্লিকা।
শুধু তাই নয়, ২০০৫ সালে মুক্তি পাওয়া চায়না মার্শাল আর্ট ও অ্যাডভেঞ্চার ঘরোনার সিনেমা দ্য মিথ-এ বিখ্যাত অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
এরপর প্যায়ার কে সাইড এফেক্টস, শাদি সে পেহলে, গুরু, আপ কা সুরুর, ওয়েলকামসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন মল্লিকা।
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। ছবি: সংগৃহীত
চুম্বন ও খোলামেলা দৃশ্যের জন্য ‘সাহসী’ অভিনেত্রীর তকমা ঠিকই পেয়েছিলেন মল্লিকা, কিন্তু প্রায় সব সিনেমায় তিনি একই ধরনের চরিত্র পাচ্ছিলেন৷ সে কারণে বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন।
আর এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন বলে ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
মল্লিকা বলেন, ‘কোনো আকর্ষণীয় কাজের সুযোগ আসছিল না ৷ অর্থহীন গ্ল্যামারসর্বস্ব চরিত্রে অভিনয় করে যেতে আমি আগ্রহী নই ৷ সেভাবেই এগোতে থাকলে কোনো চ্যালেঞ্জিং কাজ পেতাম না। তাই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজন ছিল ৷’
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। ছবি: সংগৃহীত
তাই তো বলিউডে প্রায় ২০ বছর কাটিয়ে দেয়ার পরও নিজেকে ফের নতুন করে আবিষ্কার করতে চাইছেন অভিনেত্রী। আমেরিকায় গিয়ে অভিনয়ের পাঠও নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মল্লিকা মনে করেন, ওটিটি প্ল্যাটফর্মের যুগে অভিনেত্রী হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কার খুবই প্রয়োজনীয় ৷
খুব শিগগিরই অভিনেত্রীকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে ৷ মল্লিকার মতে, ওটিটি অনেক বাধা ভেঙে দিয়েছে৷ বিশেষ করে অভিনেত্রীদের জন্য সুযোগের পথ খুলে দিয়েছে।
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। ছবি: সংগৃহীত
মল্লিকার কথায়, আজও মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিনেত্রীরা নীতিশিক্ষার গণ্ডিতে বন্দি ৷ পুরুষশাসিত সিনেমা ইন্ডাস্ট্রিতে ছেলেদেরই কাজের সুযোগ বেশি ৷ কিন্তু ওটিটির আগমনে পুরো চিত্রটাই পাল্টে গেছে অভিনেত্রীদের সামনে৷