মাত্র কয়েক বছর হলো বলিউডে নাম লিখেছেন ম্রুনাল ঠাকুর। ২০১৯ সালে মুক্তি পাওয়া সুপার থার্টি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন হৃতিক রোশন।
একই বছর মুক্তি পায় জন আব্রাহামের বিপরীতে ম্রুনালের অভিনীত সিনেমা বাটলা হাউস। আর চলতি বছর মুক্তি পেয়েছে ফারহান আখতারের বিপরীতে তার অভিনীত তুফান সিনেমাটি।
প্রত্যেকটি সিনেমার তার দুর্দান্ত অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। খুব কম সময়ের মধ্যেই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তিনি।
বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। ছবি: সংগৃহীত
এবার শহিদ কাপুরের বিপরীতে খুব শিগগিরই জার্সি সিনেমায় দেখা যাবে ম্রুনালকে। ক্রিকেট খেলার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এই সিনেমাটি।
ব্যাপক ক্রিকেট ভক্ত ম্রুনাল। সেই সঙ্গে ভারতীয় জাতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলির ভীষণ ভক্ত তিনি।
শুধু ভক্ত বলা ভুল হবে, একসময় বিরাটের প্রেমে হাবুডুবু খেতেন ম্রুনাল। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা।
বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। ছবি: সংগৃহীত
তিনি জানান, স্টেডিয়ামে বসে বিরাটের খেলা দেখবার অভিজ্ঞতাও রয়েছে তার।
সেই সাক্ষাৎকারে ম্রুনাল অকপটে বলেন, ‘একটা সময় ছিল যখন বিরাট কোহলির প্রেমে আমি পাগল ছিলাম। আমার ভাই ক্রিকেটের অন্ধ ভক্ত। ওর জন্যই প্রথম খেলা দেখা শুরু। স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছি ভাইয়ের সঙ্গে। নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছি। আর দেখুন, আজ ক্রিকেটের উপর নির্মিত সিনেমা জার্সির অংশ আমি।’
বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। ছবি: সংগৃহীত
এখন বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে ম্রুনাল হাতে। এর মধ্যে এই মুহূর্তে আঁখ মিচোলি ও থড়ম নামের দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।