বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাল-নীল পিল বেছে দেখা যাবে মেট্রিক্সের টিজার

  •    
  • ৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২১

সাইটে ঢুকলেই লাল ও নীল রংয়ের পিল দেখা যাবে। যে কোনো একটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখা যাবে টিজার।

হলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা সিরিজগুলোর মধ্যে অন্যতম দ্য মেট্রিক্স। সিরিজের তিনটি সিনেমাই বিস্মিত করেছে বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের।

১৯৯৯ সালে মুক্তি পায় সিনেমার প্রথম পর্ব দ্য মেট্রিক্স। সিনেমায় দেখান হয়েছিল লাল ও নীল রংয়ের দুটি পিলের ব্যবহার।

এই দুই পিলের মধ্যে লাল রংয়েরটি গ্রহণ করলে সেবনকারী নিজেকে আসল পৃথিবীতে ফিরে পাবেন, যেটি হচ্ছে মেট্রিক্স। আর নীল রংয়েরটি তাকে রেখে দেবে বর্তমান জগতে। যেটি আসলে অলীক এক বাস্তব।

সিনেমার পরের দুটি পর্বই মুক্তি পায় ২০০৩ সালে এবং তিনটি সিনেমার পরিচালনা করেন দ্য ওয়াচোস্কিস।

তৃতীয় কিস্তির ১৮ বছর পর আসতে যাচ্ছে মেট্রিক্সের চতুর্থ সিনেমা। যার নাম দ্য মেট্রিক্স রেজারেকশনস। শেষ হয়েছে সিনেমার দৃশ্যধারণ।

প্রকাশ পেতে যাচ্ছে সিনেমার ট্রেলার। তার আগে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। আর এই টিজার দেখার প্রক্রিয়াটি বেশ বিস্ময়ের।

মেটরিক্স ৪ সিনেমার টিজার প্রকাশের ধরনে রাখা হয়েছে নতুনত্ব। ছবি: সংগৃহীত

দ্য চয়েস ইজ ইয়োরস ডট হোয়াট ইজ দ্য মেট্রিক্স ডটকম নামের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে মেট্রিক্স ফোর সিনেমার টিজার। এই সাইটে ঢুকলেই লাল ও নীল রংয়ের পিল দেখা যাবে। যে কোনো একটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখা যাবে টিজার।

যদিও দুটি পিলেই ক্লিক করার সযোগ আছে এবং দুটি পিলে থাকা টিজার ভিন্ন।

টিজার চালু হওয়ার প্রথম দিকেই ভিডিওর মধ্যেই একটি সময় দেখান হয়। সময়টি মূলত যে ডিভাইসে টিজারটি দেখা হচ্ছে সেই ডিভাইসের সময়।

এই সময়টি ভিডিওর মধ্যে কীভাবে উঠে আসে, সেও এক বিস্ময়। আর এই সময়টি উল্লেখ করার কারণ, টিজারটি কবে প্রকাশ পাবে তা ঠিক মতো দর্শককে জানানো।

পৃথিবীর যে প্রান্তের দর্শক থাকুক না কেন, মেট্রিক্সের টিজারটি কখন দেখা যাবে, সেটি নিশ্চিত করে বলে দিচ্ছে টিজারটি।

চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে এই সাই-ফাই সিনেমার চতুর্থ কিস্তি। পরিচালনা করেছেন লানা ওয়াচোস্কি।

সিনেমায় অভিনয় করেছেন কিয়ানু রিভস, ক্যারি অ্যান-মস, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসসহ অনেকে।

এ বিভাগের আরো খবর