আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ দ্য ওয়্যার এর ‘ওমর লিটম’ খ্যাত ব্যাপক জনপ্রিয় অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস মারা গেছেন।
নিউ ইয়র্কে অভিনেতার নিজের অ্যাপার্টমেন্ট থেকে সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
নিউ ইয়র্ক পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত ড্রাগ নেয়ার কারণে তার এ মৃত্যু হয়ে থাকতে পারে।
১৯৬৬ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী উইলিয়ামস নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন।
ব্রডওয়াক এম্পায়ার ও লাভক্রাফ্ট কান্ট্রির মতো জনপ্রিয় সিরিজেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল।
উইলিয়ামস তিনবার এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন।
অভিনেতা মাইকেল কে. উইলিয়ামস। ছবি: সংগৃহীত
২০১৭ সালে এক সাক্ষাৎকারে মাইকেল জানিয়েছিলেন তার দীর্ঘদিনের নেশার কথা। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যেকোনো নেশা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন কাজ বটে, তবে তিনি আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন সফল হওয়ার জন্য।