বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বলা হয়নি ‘শুধু তুমি’ আমার ‘স্বপ্নের নায়ক’: জাহারা মিতু

  •    
  • ৬ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৯

সালমান শাহর ২৫তম মৃতুবার্ষিকীতে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী জাহারা মিতু। সালমান শাহ অভিনীত সিনেমার নাম ব্যবহার করে তিনি সালমান শাহকে বলতে চেয়েছেন, তুমি আমার ‘স্বপ্নের নায়ক’।

দেশীয় চলচ্চিত্রাঙ্গনের নতুন অভিনেত্রী জাহারা মিতু। শাকিব খান, কলকাতার দেবের সঙ্গে অভিনয় করে ফেললেও এখনও সিনেমাগুলো মুক্তি পায়নি। তবে তার অভিনয় দেখা মিলিছে নাটকে।

এ ছাড়া ছোট পর্দার অনুষ্ঠান উপস্থাপনাতেও জাহারা মিতু পরিচিত নাম। তবে এখন সিনেমাতেই বেশি মনোযোগ দিয়েছেন। কিছুদিন আগেই অভিনেতা বাপ্পীর সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

প্রকাশ করেননি, কিন্তু চুক্তিবদ্ধ হয়ে আছেন এমন সিনেমাও আছে তার ঝুলিতে।

এই অভিনেত্রী চিত্রনায়ক সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন। সালমান শাহ অভিনীত সিনেমার নাম ব্যবহার করে তিনি সালমান শাহকে বলতে চেয়েছেন, তুমি আমার ‘স্বপ্নের নায়ক’।

জাহারা মিতু তার ভেরিফায়েড ফেসুবক অ্যাকাউন্টে লেখেন, ‘সবার শেষটা যেখানে কেয়ামতে, ছেলেটার শুরুটাই হয়েছিল কেয়ামত থেকে কেয়ামত দিয়ে। তখনই মনে হয়েছিল বলি, তুমি আমার রয়েছ অন্তরে অন্তরে; তুমি সুজন সখি আমি। সেদিন ইচ্ছা হয়েছিল স্নেহ ভরা বিক্ষোভ করি তাকে নিয়ে।

‘প্রেমযুদ্ধ শেষে নির্দিষ্ট দেনমোহর দিয়ে কন্যাদান হোক আমার। তারপর স্বপ্নের ঠিকানায় আন্জুমান মন্জিলে আশা ভালোবাসা নিয়ে শুরু হোক আমাদের এই ঘর এই সংসার।

‘স্বপ্নের পৃথিবীতে প্রিয়জন আমার শুধু তোমাকে চাই; তাই হোক আমাদের মহামিলন। প্রেম পিয়াসীর মতন চাওয়া থেকে পাওয়া শুরু করে আনন্দ অশ্রুর সঙ্গে সাজাই জীবন সংসার। তারপর একদিন হঠাৎ মায়ের অধিকার আদায় না করেই বুকের ভেতর আগুন রেখেই হলো তোমার প্রস্থান। বলা হয়নি শুধু তুমি আমার স্বপ্নের নায়ক। যারা বিশ্বাস করে তা অপঘাত তারা নিজেকে বারবার মিথ্যা সান্ত্বনা দেয় এই ভেবে যে, সত্যের মৃত্যু নেই, তাই বিচার হবে।’

এ বিভাগের আরো খবর